আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
95 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (22 points)
সম্প্রতি একজন নারীকে আন্দোলনরত অবস্থায় লাথি মারার ভিডিয়ো ভাইরাল হয়েছে। নারীটি গণতান্ত্রিক ছাত্রজোটের হয়ে জামাআত নেতা এ আযহারুলের মুক্তি কেন দেওয়া হয়েছে এর প্রতিবাদে আন্দোলনে নামে। এ সময় এন্টি শাহবাগ মুভমেন্ট নামক একটি সংগঠনের পক্ষ থেকে তাদের উপর হামলা করা হয় বলে ধারণা করা হয়।

কিছু ইসলামপন্থী মানুষ দাবি করছে বিরোধীপক্ষ হলেও এমন সহিংসতা ইসলাম সমর্থন করে না। বিশেষ করে নারীর উপর তো নয়ই।

আরেকপক্ষ বলছে, যেহেতু যুদ্ধরত নারীদের আঘাত করা যায় তাই এই নারী এবং উপস্থিত নারী-পুরুষ সবাইকেই প্রহার করা যায়।
এ বিষয়ে ইসলামের মত কী?

১) এমন অবস্থায় ঐ নারীকে আঘাত করা জায়িয?

২) এমন অবস্থায় পুরুষ-নারী কাউকেই কি প্রহার করা জায়িয? (যদি জায়িয না হয় তাহলে প্রহার করার জন্য কি শাস্তি হবে কারো?)

৩) ইসলামি রাষ্ট্রে এমন আন্দোলনকারীদের সাথে কেমন আচরণ করা উচিত?

1 Answer

0 votes
by (693,810 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) পুরুষ নারী কারো উপর হাত তুলা যাবে না। বিশেষ করে নারীদের উপর তো মোটেই না। যুদ্ধের ময়দানে নারীদের উপর হাত তুলতে নিষেধ করা হয়েছে, যেমন, ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত।
عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَأَى امْرَأَةً مَقْتُولَةً فِي بَعْضِ الطَّرِيقِ فَنَهَى عَنْ قَتْلِ النِّسَاءِ وَالصِّبْيَانِ .
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নারীকে নিহত অবস্থায় পড়ে থাকতে দেখলেন। অতঃপর তিনি নারী ও শিশুদের হত্যা করতে নিষেধ করেন।(সহীহ বুখারী-২৮৪১)

তাছাড়া হযরত হানজালা আল-কাতিব (রাঃ) থেকে বর্ণিত।
عَنْ حَنْظَلَةَ الْكَاتِبِ، قَالَ غَزَوْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَمَرَرْنَا عَلَى امْرَأَةٍ مَقْتُولَةٍ قَدِ اجْتَمَعَ عَلَيْهَا النَّاسُ فَأَفْرَجُوا لَهُ فَقَالَ (مَا كَانَتْ هَذِهِ تُقَاتِلُ فِيمَنْ يُقَاتِلُ)
তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে যুদ্ধ করলাম। আমরা এক নিহত নারীর পাশ দিয়ে যাচ্ছিলাম, যার নিকট লোকজন ভীড় জমিয়েছিল। লোকেরা তাঁর জন্য পথ করে দিলো। তিনি বলেনঃ যারা যুদ্ধ করে, সে তো তাদের সাথে যুদ্ধ করতো না!(সহীহ বুখারী-২৮৪২)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/108604

(২) আইন অনুযায়ী প্রহারকারীদেরকে শাস্তি দেয়া হবে।
(৩) হুকুমত যা ভালো মনে করবে, সেটাই করবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
যে নারী যুদ্ধে মুসলিমদের বিপক্ষে লড়াই করছে তাকেও আঘাত করা যাবে না? 


by
"যুদ্ধ" করলে আঘাত করা যাবে 
by (22 points)
মূল প্রশ্নের উল্লিখিত সুরতে যুদ্ধ নেই। কিন্তু আন্দোলনটাও ন্যায়সঙ্গত নয়। সেক্ষেত্রে কী হবে?
মুফতি সাহেবদের কেউ উত্তর দিবেন বলে আশা করছি
by (693,810 points)
যুদ্ধরত মহিলা কাফেরকে হত্যা করা যাবে। কোনো মহিলা যদি আন্দোলন করে, তাহলে তাকে প্রহার না করে, বরং অন্য ত্বরিকায় অযৌক্তিক আন্দোলন বন্ধ করার চেষ্টা করতে হবে। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...