১.হুজুর আমার ৩ নম্বর প্রশ্নটার ব্যাপারে সন্দেহ থেকেই যাচ্ছে। (মানে ৩নং পয়েন্টটা আমি একবারে লিখিনি কিছু পরে এডিট করে দিয়েছিলাম আপনার প্রশ্নের উত্তর দেওয়ার অনেক আগে। তো আপনি ওইটা পড়ে উত্তর দিয়েছেন কিনা এব্যাপারে একটু সন্দেহ হচ্ছিল)
মনে হচ্ছে যদি মামির দিক থেকে কখনো কোনো সমস্যা হয়ে থাকে? তাহলে তো বিয়ে জায়েজ হবে না।
যদিও ওরকম কোনো কিছু কখনো ঘটেছে বলে আমার মনে হয় না।
এবিষয়ে মামির কাছে কোনো কিছু শোনা লাগবে নাকি না শুনলেও হবে?
এবিষয়ে কি করবো? প্লিজ একটু জানান
২. হুজুর আমার আরও একদিনের ঘটনা মনে পড়েছে সেটা হলো আমি যখন নানা বাড়ি ছিলাম তখন একদিন পুকুরে গোসল করে নানাবাড়ি এসেছিলাম উলঙ্গ অবস্থায়। তারপর উঠান দিয়ে নামাজে যাব বলে নানাদের কলে ঔঅবস্থায় ওযু করতে গিয়েছিলাম।
তখন আমি ছোট ছিলাম এটাই স্বাভাবিক। কিন্তু আমার বয়স কতো ছিল এটা স্পষ্ট মনে নেয়। তবে সর্বোচ্চ হলে তখন আমি ২য় বা ৩য় শ্রেণিতে পড়ি, আমার বয়স এটা স্পষ্ট মনে নেয়। তবে সর্বোচ্চ হলে হয়ত ১০-১১ বছর হবে বলে মনে হয়।
তখন মামি আমাকে ওই অবস্থায় দেখেছিল কিনা তাও মনে নেয়।( আমার আম্মার কাছে এই বিষয়ে শুনেছি তো আমার আম্মা বলছে উনার স্পষ্ট মনে আছে যে এরকম একটা ঘটনা ঘটেছিল। ( ওই সময় আমার আম্মা আমাকে বলেছিল যে উলঙ্গ থাকলে ওযু ভাগে না। এটা আমারও মনে আছে।)
আমার আম্মাও বলছে যে ওইসময় আমি কেজি বা ১, ২ বা ৩ শ্রেণিতে পড়ি। এবং আমার বয়স ১০-১১ এর মধ্যে হবে। এর বেশি ইনশাআল্লাহ হবে না।
আমার আম্মার মতে এই বিষয়টা ঘটেছিল যখন আমার আম্মা দাঁত তুলে অসুস্থ থাকায় আমার আম্মা এবং আমি ২ মাসের মতো নানাবাড়িতে ছিলাম এবং আমার আম্মা বলছে ওই সময় আমার মামি উনার শশুর বাড়িতে ছিল, ( মামির শশুর বাড়ি আমার নানার বাড়ি হতে একদমই অল্প পথ। রাস্তার এপাশ ওপাশ বলতে পারেন।) যদিও মামি শশুর বাড়ি ছিল কিনা ওই সময়ে এটা আমার মনে নেয়। তবে আমার আম্মা জোর দিয়ে বলছে।
(এসব বিষয়ে কি মামির কাছে কিছু শোনা লাগবে নাকি না শুনলেও হবে?
যদি শোনা লাগে তাহলে কি শুনতে হবে? )
এবিষয়ের বিধান কি। হুরমত কি সাব্যস্ত হবে?
তাছাড়া আরও একটা সন্দেহ যে, আমি যখন নানা বাড়ি যেতাম তখন মাঝে মধ্যে রাতে (দিনের বেলায়ও হতে পারে) পাশের পুকুরের ধারে প্রসাব করতে বসতাম । রাতে ভয় লাগতো এজন্য আম্মা বা অন্য কেউ থাকতো অল্প কিছু দূরে দাড়িয়ে।মাঝে মাঝে হয়তো কেউ থাকতো না। তো মামি কখনো গিয়েছে কিনা শিউর না। আমার যতদূর মনে পড়ে মামি আমার সাথে যায়নি কখনো। তখন আমার বয়স ১০, ১১ এরকমই তবে একদম শিউর না। তাছাড়া অন্য কোনো সময় মামি কখনো দেখেছে কিনা আমি শিউর না।
আমার আম্মার কাছে শুনলে বলছে যে, মামি কখনো ওরকম যায়নি। আমার নানি বা আরএক নানি ( আমার আম্মার ফুফু যেত) । মামি হয়তো কখনো যায় নি।
তো এক্ষেত্রে কি হুরমত হবে?
এবিষয়ে কি মামির কাছে কিছু শোনা লাগবে?
এই দুইটা ঘটনা ছাড়া ইনশাআল্লাহ আর কোনো এরকম কোনো ঘটনা নাই।
তাহলে সামগ্রিকভাবে বিয়ে জায়েজ হবে?