আসসালামু আলাইকুম
বেশ কষ্ট থেকেই বলছি, আজকে যেই দূর্ঘটনা মাইলস্টোনে হলো, দেশের এতো অনিয়ম এতো অরাজকতা দেখে এখানে আর সত্যিই থাকতে মন চাচ্ছে না।আজকে ওখানে আমার ভাইটাও থাকতে পারতো..তবে আল্লাহ তাকদীরে যা লিখে রেখেছেন তাই হবে তাও..দেশের এত অনিয়ম মানা যায়?
বিদেশ চলে যাওয়ার ব্যাপারে জানতে চাচ্ছিলাম।কখনই দেশ ছাড়ার কথা মাথায় আসেনি, আজকেই আসলো।সহ্য করতে পারছিনা দেখে,কেঁদেছি..
বিদেশ স্যাটেলড হতে পারবো?