ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আয়াতুল কুরসির ফযিলত রয়েছে। আয়াতুর কুরসির পাঠ করে ঐ দিনে বা রাত্রে মৃত্যু হলে জান্নত নসীব হবে। হেফাজতের জন্য আয়াতুল কুরসির পাঠ যদিও হাদীস দ্বারা প্রমাণিত নয়, তবে বুজুর্গানে কেরামের আমল দ্বারা হেফাজত ইস্যুটি পরীক্ষিত, তাই হেফাজতের উদ্দেশ্যে সকাল বিকাল আয়াতুল কুরসি পাঠ করা যাবে। তবে আয়াতুল কুরসি পাঠ করার পর তালি বাজানো একটি বিদআত আমল। এটা কখনো করা যাবে না।
حضرت مولانا تھانوی رحمہ اللہ نے ذکر فرمائی ہے:
چنانچہ فرماتے ہیں: ”بعض صالحین سے سناگیا ہے کہ اگر سوتے وقت آیت الکرسی پڑھ کر جس سمت کی طرف دم کرے گا جتنی دور تک نیت کرے گا، ان شاء اللہ وہاں تک ہرآفت سے حفاظت رہے گی۔“بیاض اشرفی (ص:۲۴۸)
تلاوت قرآن کے بعد تالی بجانا سخت بے ادبی ہے کہ محفلوں میں تالی بجانا خود غیرقوموں کا شعار یا فساق کا طریقہ ہے، پس اس طریقہ کو بند کرنا چاہیے۔واللہ تعالیٰ اعلم
جواب نمبر: 61424
دارالافتاء،
دارالعلوم دیوبند