আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
22 views
in সুন্নাহ-বিদ'আহ (Sunnah and Bid'ah) by (4 points)
তাৎক্ষণিক ভাবে জিন শয়তানের উপদ্রব তাড়াতে বা দূর করতে আয়াতুল কুরসি পড়ে এক বা তিন বার তালি দেয়া কী বিদাআত আমল?
আমার বাবা প্রতিদিন এশার নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে তিনবার তালি দেন। ফলে আমাদের আগে টুকটাক জিন শয়তানের সমস্যা গুলো হয় না। আবার তালি দেয়া অফ কোন কারনে হলে তখন উপদ্রব বেড়ে যায়।
যেহেতু জানতাম যে আয়াতুল কুরসি পড়ে তালি দিলে শয়তান পালিয়ে যায়। তাই গ্রামে একবার কারন ছাড়াই অনেক বেশি পোড়া গন্ধ পাচ্ছিলাম। এত বেশি যে আমি ছাড়া কেউ পাচ্ছিল না। এছাড়া জিনের অন্যান্য সমস্যা আছে বাড়িতে। তখন আমি আয়াতুল কুরসি পড়ে একবার তালি দিয়ে বাড়ি বন্ধ করি। আর সাথেই পোড়া গন্ধ হারিয়ে যায়। বাড়ি বন্ধ করার জন্য পরেরদিন আমার এবং পরিবারের নানান ক্ষতি করার চেস্টা করে (জিন শয়তান)

1 Answer

0 votes
by (685,860 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আয়াতুল কুরসির ফযিলত রয়েছে। আয়াতুর কুরসির পাঠ করে ঐ দিনে বা রাত্রে মৃত্যু হলে জান্নত নসীব হবে। হেফাজতের জন্য আয়াতুল কুরসির পাঠ যদিও হাদীস দ্বারা প্রমাণিত নয়, তবে বুজুর্গানে কেরামের আমল দ্বারা হেফাজত ইস্যুটি পরীক্ষিত, তাই হেফাজতের উদ্দেশ্যে সকাল বিকাল আয়াতুল কুরসি পাঠ করা যাবে। তবে আয়াতুল কুরসি পাঠ করার পর তালি বাজানো একটি বিদআত আমল। এটা কখনো করা যাবে না।
حضرت مولانا تھانوی رحمہ اللہ نے ذکر فرمائی ہے:
چنانچہ فرماتے ہیں: ”بعض صالحین سے سناگیا ہے کہ اگر سوتے وقت آیت الکرسی پڑھ کر جس سمت کی طرف دم کرے گا جتنی دور تک نیت کرے گا، ان شاء اللہ وہاں تک ہرآفت سے حفاظت رہے گی۔“بیاض اشرفی (ص:۲۴۸)

 تلاوت قرآن کے بعد تالی بجانا سخت بے ادبی ہے کہ محفلوں میں تالی بجانا خود غیرقوموں کا شعار یا فساق کا طریقہ ہے، پس اس طریقہ کو بند کرنا چاہیے۔واللہ تعالیٰ اعلم
جواب نمبر: 61424
دارالافتاء،
دارالعلوم دیوبند


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...