আসসালামু আলাইকুম,, আমার স্বামী আমাকে ২৯ জুলাই মৌখিক ভাবে ৩ তালাক দেয়,,এখন আমি একজন স্টুডেন্ট,, স্বামীর থেকে দূরে থাকি,,
১.সেক্ষেত্রে ইদ্দত পালনের ক্ষেত্রে আমাকে কোথায় অবস্থান করতে হবে,, স্বামীর কাছে থাকলে যিনার সম্ভাবনা রয়েছে,,
২. আমি কি এখন থেকেই ইদ্দত পালন করতে পারবো?,,এখনো কাগজে কলমে কিছু হয়নি,,মৌখিক ভাবে তালাক হয়ে গেছে,,
৩.স্ত্রীকে মানসিকভাবে সুস্থ রাখার জন্য কি স্বামী তাকে কোনো রকম শান্তনা দেওয়ার বা বুঝানোর জন্য ফোনে কথা বলতে পারবে কিনা?
৪. ইদ্দত পালন কালীন সময়ে আমি কি কোথায় যেতে পারবো না? কলেজেও কি যেতে পারবো না( আমি একজন মেডিকেল স্টুডেন্ট এক্ষেত্রে ক্লাসে ৩ মাস না গেলে পরীক্ষায় অকৃতকার্য হওয়ার সম্ভাবনা আছে।)
৫.ইদ্দত কালীন সময়ে ইচ্ছা থাকা না সত্ত্বেও যদি স্বামীর সাথে দেখা করে ফেলি বা যিনা করে ফেলি বা সহবাস করে ফেলি তাহলে কি ইদ্দত পালন হবে না? বা গুনাহগার হয়ে যাবো কি?.
৬স্ত্রীর.জীবন বাচানোর জন্য একমাত্র তালাক দেওয়া ছাড়া যদি স্বামীর কাছে কোনো উপায় না থাকে,,সেক্ষেত্রে ৩ তালাক দিলে তালাক হয়ে যাবে?
একটু কষ্ট করে আলাদা ভাবে উত্তর দিবেন শায়েখ,, জাযাকাল্লাহ।