ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
জন্মদিন পালনের কোনো সুযোগ ইসলামে নাই। বরং এটা অমুসলিম তথা খৃষ্টানদের অনুসরণ বৈ কিছু নয়। যেখানে অনেক ভাবে বিজাতীয় সংস্কৃতিকে অনুসরণ করা হয়ে থাকে। যেমন , বিশেষ ধরণের পোষাক পরিধান করে মোমবাতি প্রজ্বলন করে কেক কাটা।তাছাড়া এতে মিউজিক ও ফ্রিমিক্সিং থাকে। এবং নির্দিষ্ট কিছু শব্দ ও বাক্যকে আওড়ানো হয়ে থাকে।অতঃপর ফটো তুলা হয়ে থাকে। মোটকথা, এতে অনেক প্রকার শরীয়ত গর্হিত কাজ থাকে। এটা কখনো অনুমোদন যোগ্য হতে পারে না।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
জন্মদিন পালন করা এবং উদযাপন করা হারাম ও নাজায়েজ। জন্মদিন উপলক্ষে কেউ অভ্যর্থনা জানালে তাকে শরীয়তের বিধান জানিয়ে দেওয়া উচিত। তবে কেউ কিছু দিলে গ্রহণ করা নাজায়েয হবে না। হ্যা, উত্তম হল, সেই জিনিষটা কাউকে দান করে দেওয়া।