আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
588 views
in সালাত(Prayer) by (17 points)
অনেক মসজিদে এসি চলে বিধায়  মসজিদের দরজা বন্ধ থাকে। এমতাবস্থায় বারান্দায় দাঁড়ানো মুসল্লিদের কি ইমামের সাথে জামাতে নামাজ পড়া সহীহ হয়? নাকি জামাতের সাথে সংযোগ ঘটানোর জন্য দরজা খোলা রাখা বাধ্যতামূলক? অনেক মুসল্লি এসি চলার কারণে দরজা খুলার পক্ষপাতী থাকে না, আবার অনেকে খুলে দেওয়াটা জরুরী মনে করে। আসলে সঠিক কোনটা? আর দরজা কাঠ বা থাইগ্লাস উভয়টিই হতে পারে।

২। নামাজের সময় কারো ওযু নষ্ট হয়ে গেলে সে চলে গেলে যায়গাটা ফাঁকা হয়ে যায়, এমতাবস্থায় কি নামাজের সুরতে থেকেই পাশের মুসল্লির কিছুটা সরে গিয়ে জায়গাটা পূরণ করা উচিত?

৩। কেউ কেউ বলে,জামাতে গিয়ে সামনের কাতার পূর্ণ দেখলে পেছনের কাতারে দাঁড়াতে হবে, কিন্তু যদি সে একা হয় তাহলে সামনের কাতার থেকে একজনকে টান দিয়ে পেছনে নিতে হবে। এটা কতটুকু সঠীক? কেউ এভাবে টান দিলে কি আমি যাব? নাকি নিজের যায়গায় থাকব?

1 Answer

0 votes
by (715,680 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
(১)
ফুকাহায়ে কেরামগণের আলোচনা থেকে এতটুকুই বুঝা যায় যে, মসজিদটি যদি মসজিদে কবীর হয়,বা মসজিদের ভিতরকার জামাত থেকে বাহিরের জামাতের দূরত্ব দুই কাতারের অধিক হয়, কিংবা ইমামের রুকু সেজদা অনুভব করা না যায়, তাহলে এমতাবস্থায় ইকতেদা বিশুদ্ধ হবে না।অন্যথায় ইকতেদা বিশুদ্ধ হবে।পর্দা বা দেয়াল ইকতেদা বিশুদ্ধ হওয়ার অন্তরায় হবে না।
(ফাতাওয়ায়ে মাহমুদিয়্যাহ-৬/৫৩৮)

সুতরাং মসজিদের দরজা বন্ধ থাাকাবস্থায় বারান্দায় দাঁড়ানো জায়েয হবে। ইকতেদা বিশুদ্ধ হবে। 

(২)নামাজের সময় কারো ওযু নষ্ট হয়ে গেলে সে চলে গেলে যায়গাটা ফাঁকা হয়ে যায়, এমতাবস্থায় প্রত্যেক মুসল্লি তার স্ব স্ব স্থানে দাড়িয়ে থাকবে।

(৩) হযরত ওয়াবিসাহ ইবনে মা'বাদ রাযি থেকে বর্ণিত,
عَنْ وَابِصَةَ بْنِ مَعْبَدٍ، أَنَّ رَجُلاً صَلَّى خَلْفَ الصَّفِّ وَحْدَهُ فَأَمَرَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُعِيدَ الصَّلاَةَ.
এক ব্যক্তি (জামাতে নামায পড়া অবস্থায়)কাতারের পিছনে একাকী নামায আদায় করেছিল,তখন রাসূলুল্লাহ সাঃ তাকে পূনরায় নামায দোহড়ানোর আদেশ দিলেন।

মোল্লা আলী কারী রাহ উক্ত হাদীসের ব্যখ্যায় লিখেন,
(فَأَمَرَهُ أَنْ يُعِيدَ الصَّلَاةَ) : اسْتِحْبَابًا لِارْتِكَابِهِ الْكَرَاهَةَ، قَالَ الطِّيبِيُّ: إِنَّمَا أَمَرَهُ بِإِعَادَةِ الصَّلَاةِ تَغْلِيظًا وَتَشْدِيدًا.
রাসূলুল্লাহ সাঃ তাকে মুস্তাহাব হিসেবে নামায দোহড়ানোর আদেশ দিয়েছিলেন।কেননা কাতারে একাকী নামায আদায় করা মাকরুহ।অর্থাৎ নামায তো আদায় হবে।তবে মাকরুহে তানযিহি হবে।
ইমাম তিবি রাহ বলেন,রাসূলুল্লাহ সাঃ এজন্য নামাযকে দোহড়ানোর আদেশ দিয়েছিলেন,যাতেকরে লোকদের অন্তরে কাতারের পিছনে একাকী নামায পড়া সম্পর্কে ভয় ঢুকে যায়। যাতেকরে তারা আর কখনো এমনটা না করে।নামায যে হয়নি, সে হিসেবে রাসূলুল্লাহ সাঃ আদেশ দেননি।(মিরকাতুল মাফাতিহ-১১০৫) বিস্তারিত জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/4351

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যদি সামনের কাতারে ফাঁকা না পাওয়া যায়,তাহলে সামনের কাতার থেকে কোনো একজনকে টেনে পিছনে নিয়ে এসে পিছনে কাতারে নামাযে দাড়াতে হবে। কিন্তু যদি আশংকা হয় যে, যাকেই টেনে নিয়ে আসবো, সে রাগ করবে,বা তার অন্তরে সংশয় সৃষ্টি হবে, তাহলে এমতাবস্থায় একা একা পিছনে দাড়ানোর পরামর্শ ফুকাহায়ে কেরাম দিয়ে থাকেন।বিস্তারিত জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/11999

কেউ এভাবে টান দিলে আপানর উচিৎ তার আহবানে সাড়া দেওয়া।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 72 views
...