আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
১.কেউ যদি কাযা রোজা রেখে তা ইচ্ছাকৃত ভেঙে ফেলে তাহলে তার বিধান কি?এরুপ ভেঙে ফেলা কি জায়েজ?
২.একজনের তাহাজ্জুদের সময় বিতর নামাজ পড়তে গেলে দোয়া করার জন্য পর্যাপ্ত সময় থাকেনা।সে ১ ঘন্টা আগে উঠলেও যা ৩০ মিনিট আগে উঠলেও তাই,সময় শেষ হয়ে যায়।তো এখন কি এশার সময় বিতর পড়ে রেখে তাহাজ্জুদের সময় উঠে শুধু নফল নামাজ পড়তে পারবে?এক্ষেত্রে কোনটা উত্তম হবে?
৩.উমার হিশাম আল আরাবীর কোরান তেলাওয়াত শোনা কি অনুত্তম? শুনেছি উনি গানের সুরে কোরান তেলাওয়াত করেন।সঠিকটা জানালে উপকৃত হবো।