আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
29 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (28 points)
আসসালামু আলাইকুম সম্মানিত উস্তাদ।

একজন গর্ভবতী মেয়ে ডেলিভারি ডেটও এগিয়ে এসেছে তো তাকে বাবার বাড়ি যেতে দেয়া হয়নি তার বাসায় তার মা বাবাকে এখন বাধ্য হয়ে আসতে হবে তো মেয়েটি তার বাবার জিনিস তো গ্রহন করতে পারবে কারন তার বাবার টাকায় কিছু হারাম থাকার সন্দেহ রয়েছে কিন্তু বেশিরভাগ যেহেতু হালাল।

কিন্তু তার মা বাবাতো যে বাচ্চা আসছে তার জন্য এবং মেয়ের জন্য অনেক কিছু কিনবে এবং আনবে মেয়ে বারবার বারন করা সত্তেও।আর মেয়ের সন্দেহ হচ্ছে তার বাবা মা ব্যাংক লোন নিয়ে হয়তো তার পিছনে টাকা খরচ করবে এবং অনেক জিনিসপত্র আনবে আবার ডেলিভারির সময়ের খরচও হয়তো তাদেরই দেয়া লাগবে।কারন মেয়েটির স্বামী টাকা ভেঙে ফেলে।এখন মেয়েটি খুব পেরেশানিতে আছে বেদ্বীন পরিবারে কিভাবে সে হারাম থেকে বাচবে আর সন্তানকে বাচাবে।এত জিনিসপত্র কোথায় ফেলবো উস্তাদ আর কিভাবে ফেলবে মেয়ে মানুষ আবার গর্ভবতী।

১.এক্ষেত্রে মেয়েটির করনরয় কি উস্তাদ?

২.সংসারের নিত্যপ্রয়োজনীয় জিনিস স্বামীকে আনতে বলার পর দেখা গেল সেই জিনিসের মধ্যে সন্দেহজনক কোড বা উপাদান রয়েছে। এখন ঘরে অনেকগুলো খাবার জমে গেছে যেগুলো সন্দেহজনক এখন স্ত্রী সেগুলো ফেলে দিতে চাইলে ময়লার ভিতর ফেলতে হবে আর ময়লা স্বামী ফেলে বাইরে এতগুলো জিনিস ফেলে স্বামী যদি কিছু বলে এক্ষেত্রে স্ত্রী কি করবে?আগে থেকে তো জানা থাকেনা কোন খাবারে সন্দহজনক উপাদান থাকবে।কিছু খাবার বাদে।দেখা যায় বেশিরভাগ জিনিসেই তা পাওয়া যাচ্ছে,যেমন:সয়া লেসিথিন।
এখন কি সব ফেলে দেয়াই ভালো সাহস করে উস্তাদ?

1 Answer

0 votes
by (716,130 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ইয়াকিন বিশ্বাস ব্যতিত কোনো হুকুম প্রমাণিত হয়না। যেমন ইতিপূর্বে একটি মূলনীতি আমরা উল্লেখ করেছি যে, আল্লামা ইবনে নুজাইম রাহ,লিখেন,
اﻟْﻘَﺎﻋِﺪَﺓُ اﻟﺜَّﺎﻟِﺜَﺔُ: اﻟْﻴَﻘِﻴﻦُ ﻻَ ﻳَﺰُﻭﻝُ ﺑِﺎﻟﺸَّﻚِّ - ﻭَﺩَﻟِﻴﻠُﻬَﺎ ﻣَﺎ ﺭَﻭَاﻩُ ﻣُﺴْﻠِﻢٌ ﻋَﻦْ ﺃَﺑِﻲ ﻫُﺮَﻳْﺮَﺓَ ﺭَﺿِﻲَ اﻟﻠَّﻪُ ﻋَﻨْﻪُ ﻣَﺮْﻓُﻮﻋًﺎ {ﺇﺫَا ﻭَﺟَﺪَ ﺃَﺣَﺪُﻛُﻢْ ﻓِﻲ ﺑَﻄْﻨِﻪِ ﺷَﻴْﺌًﺎ ﻓَﺄَﺷْﻜَﻞَ ﻋَﻠَﻴْﻪِ ﺃَﺧَﺮَﺝَ ﻣِﻨْﻪُ ﺷَﻲْءٌ ﺃَﻡْ ﻻَ ﻓَﻼَ ﻳَﺨْﺮُﺟَﻦَّ ﻣِﻦْ اﻟْﻤَﺴْﺠِﺪِ ﺣَﺘَّﻰ ﻳَﺴْﻤَﻊَ ﺻَﻮْﺗًﺎ، ﺃَﻭْ ﻳَﺠِﺪَ ﺭِﻳﺤًﺎ} 
ভাবার্থঃতৃতীয় উসূল,ঈয়াক্বিন(দৃঢ় বিশ্বাস)সন্দের দ্বারা খতম হয় না।[তথা কারো কোনো বিষয় সম্পর্কে দৃঢ় বিশ্বাস থাকলে, সে বিষয় সম্পর্কে বিপরিত কোনো সন্দেহের উদ্রেক হলে পূর্ব বিশ্বাসের কোনো ক্ষতি হবে না।অর্থাৎ নতুন করে জন্ম নেয়া সন্দেহ অগ্রহণযোগ্য ]
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/293


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু মা বাবা হারাম টাকা দিয়ে কিনবে, এমনটা নিশ্চিত নয়, তাই মা বাবার ক্রয়কৃত জিনিষ ভক্ষণ করা নাজায়েয হবে না । হ্যা, তত্ব তালাশের পর যদি দেখা যায় যে, তারা হারাম টাকা দিয়ে কিনেছে, তাহলে তাদের আনিত মালের মূল্য দিয়ে দিতে হবে। 

(২) এগুলো ফেলার কোনো প্রয়োজনীয়তা নাই। বরং  ব্যবহার করে নিবেন। যেহেতু স্বামীর উপর স্ত্রীকে  নিত্যপ্রয়োজনীয় জিনিষ প্রদান করা ওয়াজিব। তাই গোনাহ হলে স্বামীরই গোনাহ হবে। স্ত্রীর কোনো গোনাহ হবে না। তাছাড়া সন্দেহযুক্ত হওয়ার কারণে স্বামীরও গোনাহ হবে না। নিশ্চিত হারাম কিছু ক্রয় করলে তখন স্বামীর গোনাহ হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (28 points)
উস্তাদ মেয়ে নিসাব পরিমাণ সম্পদের মালিক নয় তাহলে মেয়ে কি সেই জিনিস হারাম হলে নিজে সাদাকা হিসাবে গ্রহন করতে পারবে? 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...