আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ আল্লহ আমাকে অনেক কিছু দিয়েছেন, মানুষের জীবনে যত কঠিন কঠিন পরীক্ষা থাকে তার তুলনায় আমার জীবন অনেক সহজ। কিন্তু কিছুদিন আগে একটা ঘটনা ঘটে যেটাও খুবই সামান্য অন্যদের তুলনায় কিন্তু আমি ওটা থেকে বের হতে পারছিনা, এটা কোনো বিপদও না, একটা জিনিস যেটা হয়তো হলে ভালো হতো (আল্লহ ভালো জানেন) সেটা হচ্ছেনা,এখানে আমার নিজের কোনো হাত নেই, আমার পরিবারের সদস্যরা চাইলে হয়তো হতো। আমি জানি আল্লহ উত্তম পরিকল্পনাকারী, এটা কেন হচ্ছেনা তা নিয়ে আমার আল্লহর উপর (নাউযুবিল্লাহ) রাগ হচ্ছে এমনও না কিন্তু ওই ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা আমি দূর করতে পারছিনা। মন খারাপ হয়ে থাকছে এবং এই ব্যাপারে আমি আমার কিছু কাছের মানুষজনের সাথেও কথা বলছি যে আমার মন খারাপ। এই জিনিসটা আমাকে খুব ভোগাচ্ছে কেন আমি ব্যাপারটা মাথা থেকে ফেলতে পারছিনা! আমার পরিচিত কিছু মানুষ আছে যারা খুবই কঠিন পরীক্ষা দিচ্ছে, যাদেরকে আমি এতোদিন সবরের কথা বলে আসছি, এখন আমার মনে হচ্ছে আমি এতো সামান্য জিনিস মাথা থেকে ফেলতে পারছিনা, ওদের জায়গায় থাকলে আমি তো সবরই করতে পারতাম না! আমি সবর নিয়ে, তাওয়াক্কুল নিয়ে নিজে এর আগে অনেক আলোচনা করেছি কিন্তু আমার মনে হচ্ছে আমার আর কখনো এসব আলোচনা করা কি ঠিক হবে?! আমি ধীরতা, স্থিরতায় জন্য দুয়া করছি কিন্তু আমি এগুলো নিজের মধ্যে আনতেই পারছিনা, আমার করনীয় কি?
আমার অবস্থা দেখে যদি আমার পরিবারের সদস্যরা ব্যাপারটা তে রাজিও হয়ে যায়, জিনিসটা যদি আমি পেয়েও যাই সেটাও তো সবর বহির্ভূত কাজ হবে? তারপর কি আমি আর কখনো সবর তাওয়াক্কুল এগুলোর ব্যাপারে কথা বলতে পারবো?