আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
27 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (20 points)
আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ আল্লহ আমাকে অনেক কিছু দিয়েছেন, মানুষের জীবনে যত কঠিন কঠিন পরীক্ষা থাকে তার তুলনায় আমার জীবন অনেক সহজ। কিন্তু কিছুদিন আগে একটা ঘটনা ঘটে  যেটাও খুবই সামান্য অন্যদের তুলনায় কিন্তু আমি ওটা থেকে বের হতে পারছিনা, এটা কোনো বিপদও না, একটা জিনিস যেটা হয়তো হলে ভালো হতো (আল্লহ ভালো জানেন) সেটা হচ্ছেনা,এখানে আমার নিজের কোনো হাত নেই, আমার পরিবারের সদস্যরা চাইলে হয়তো হতো। আমি জানি আল্লহ উত্তম পরিকল্পনাকারী, এটা কেন হচ্ছেনা তা নিয়ে আমার আল্লহর উপর (নাউযুবিল্লাহ) রাগ হচ্ছে এমনও না কিন্তু ওই ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা আমি দূর করতে পারছিনা। মন খারাপ হয়ে থাকছে এবং এই ব্যাপারে আমি আমার কিছু কাছের মানুষজনের সাথেও কথা বলছি যে আমার মন খারাপ। এই জিনিসটা আমাকে খুব ভোগাচ্ছে কেন আমি ব্যাপারটা মাথা থেকে ফেলতে পারছিনা!  আমার পরিচিত কিছু মানুষ আছে যারা খুবই কঠিন পরীক্ষা দিচ্ছে, যাদেরকে আমি এতোদিন সবরের কথা বলে আসছি, এখন আমার মনে হচ্ছে আমি এতো সামান্য জিনিস মাথা থেকে ফেলতে পারছিনা, ওদের জায়গায় থাকলে আমি তো সবরই করতে পারতাম না!  আমি সবর নিয়ে, তাওয়াক্কুল নিয়ে নিজে এর আগে অনেক আলোচনা করেছি কিন্তু আমার মনে হচ্ছে আমার আর কখনো এসব আলোচনা করা কি ঠিক হবে?!  আমি ধীরতা, স্থিরতায় জন্য দুয়া করছি কিন্তু আমি এগুলো নিজের মধ্যে আনতেই পারছিনা, আমার করনীয় কি?
আমার অবস্থা দেখে যদি আমার পরিবারের সদস্যরা ব্যাপারটা তে রাজিও হয়ে যায়, জিনিসটা যদি আমি পেয়েও যাই সেটাও তো সবর বহির্ভূত কাজ হবে? তারপর কি আমি আর কখনো সবর তাওয়াক্কুল এগুলোর ব্যাপারে কথা বলতে পারবো?

1 Answer

0 votes
by (716,130 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اصْبِرُوا وَصَابِرُوا وَرَابِطُوا وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ -
হে ঈমানদানগণ! ধৈর্য্য ধারণ কর এবং মোকাবেলায় দৃঢ়তা অবলম্বন কর। আর আল্লাহকে ভয় করতে থাক যাতে তোমরা তোমাদের উদ্দেশ্য লাভে সমর্থ হতে পার।(সূরা আলে ইমরান-২০০)

রাসূলুল্লাহ সাঃ কে আল্লাহ তা'আলা ৪ টি বিশেষ দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন।এ সম্পর্কে আল্লাহ বলেন,
هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولًا مِّنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُّبِينٍ -
তিনিই নিরক্ষরদের মধ্য থেকে একজন রসূল প্রেরণ করেছেন, যিনি তাদের কাছে পাঠ করেন তার আয়াতসমূহ, তাদেরকে পবিত্র করেন এবং শিক্ষা দেন কিতাব ও হিকমত। ইতিপূর্বে তারা ছিল ঘোর পথভ্রষ্টতায় লিপ্ত। (সূরা-জুমুআহ-২)

রাসূলুল্লাহ সাঃ এর ৪ টি দায়িত্বের একটি দায়িত্ব হল,আত্মসুদ্ধি।এই আত্মসুদ্ধির অপর নাম তাসাউফ।তাসাউফ সম্পর্কে জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/1037

সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
আপনার প্রশ্নটি অস্পষ্ট। আমরা আপনাকে সবর ও তাওয়াককুল করার পরামর্শ দিবো। এবং একজন নেককার ব্যক্তির সংস্পর্শ গ্রহণের পরামর্শ প্রদান করবো। আল্লাহ আপনাকে সবরে জামিল গ্রহণের তাওফিক দান করুক।আমীন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (20 points)
আমার জীবনে খুবই ছোট্ট, সাধারণ একটা পরীক্ষা যাচ্ছে কিন্তু এতেই আমি হতাশ হয়ে যাচ্ছি( কিন্তু এমনও না আল্লহকে দোষারোপ করছি) , কিন্তু অনেকের চোখে আমি খুবই ভালো মানুষ তারা তাদের জীবনের বড় বড় পরীক্ষা কষ্ট আমার সাথে শেয়ার করে আর আমি তাদের সবর তাওয়াক্কুলের উপদেশ দিচ্ছি, এটা কি মুনাফিকি টাইপের হচ্ছে যেহেতু আমার খুব ছোট্ট সমস্যাতেই আমি ধৈর্য্য ধরে রাখতে পারিনা সেখানে তাদের বিশাল বিশাল সমস্যায় ধৈর্যের উপদেশ দিচ্ছি? 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...