আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
35 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (7 points)
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ
৪ মাস আগে আমার পারিবারিকভাবে বিয়ে হয় যদিও বিয়েটা নিয়ে ২.৫ বছর কথা চলছে আমি রাজি ছিলাম না শেষ এ রাজি হ‌ই। এখন বিয়ে যেহেতু হয়েছে শুরুতে সবকিছু ভালোই ছিল আমি অনেক কিছু ছাড় দিয়ে বিয়েতে রাজি হয়েছিলাম। মাত্র ১৬ হাজার টাকা দেনমোহর এ বিয়ে হয়েছে আমি অন্তত ৫০ আশা করেছিলাম তাও খুশি ছিলাম মনমতো স্বামী পেয়েছি ভেবে যে দ্বীন ইসলাম পর্দা নামাজ বুঝে। কিন্তু বিয়ের পরে এক এক করে সব রহস্য খুলতে থাকে। ছেলে বলেছিল তাদের ৩ ভাইয়ের যৌথ ব্যাবসা মাসে ভালোই ইনকাম হয় একটা সংসার চালানোর মত তার এবিলিটি আছে কিন্তু পরে দেখি কিছুই নাই ৩ ভাইয়ের নামে হলেও সব ছোট ভাইয়ের সে সুদে লোন করে ব্যাবসা করে কিস্তি দেয় ২ টা পরিবার বড়ভাই এবং আমার হাসব্যান্ড এর তার মাথার উপর কিন্তু এক টাকাও দেয়না যা থাকে নিজে উড়ায় এরা কিছুই বলেনা উল্টা তাকে অনেক আদর করে খাওয়ায়। আমার শশুর শাশুড়ি নাই ছোট ভাইয়ের বিয়ে হয়নি আমি ১ মাস তাকে রান্না করে খাইয়েছি তাও আমি আরবি পড়াই এই ইনকামের টাকায় তাকে খাইয়েছি কিন্তু সে এক টাকাও দেয়নি আমাদের সংসারে পরে কিছু ঝামেলার কারনে সে বড় ভাইয়ের কাছে খায়। হাসব্যান্ড এর কোনো ইনকাম নাই তাও মেনে নিছিলাম কিন্তু পরে দেখি সে নেশা করে।এত সুন্দর ইসলামিক লেবাসের আড়ালে তার এই চিত্র দেখে হতভম্ব হয়ে গেছি । আমার ইনকামে নেশা করে আবার আমাকে এসেই মারে প্রায় বেশিরভাগ আমাকে মাইর খাইতে হয় তার দ্বীন ইসলাম সবকিছু লোক দেখানো মানুষের কাছে সম্মান পাওয়ার আশায়। একবার জুয়া খেলে ৬ লাক্ষ টাকা লস করছে ‌। আমি বিয়ের আগে আমার ইনকামের টাকা মায়ের সংসারে দিতাম বিয়ের পর মায়ের অসুস্থতার কারনে অপারেশন করে আমার কাছে কিছু টাকা চায় আমি হাসব্যান্ড কে বলি এজন্য আমার হাসব্যান্ড আমার উপর অত্যাচার করে পরে বলছি আমি আর আপনাকে আপনার সাংসারে টাকা দিব না তখন আমাকে মারধোর করে আমার মা সেই সময় আমার বাসায় ছিল মায়ের সামনে দরজা লাগিয়ে মারে। আর বলে আমাকে আরবি পড়াইতে দিবে না আরবি পড়ানো বন্ধ করে দিছে। শশুর বাড়িতে সবার সাথে মারামারি করছে কার‌ও সাথে আমাকে কথা বলতে দেয়না পুরো গৃহবন্দি কেউ আসেনা আমাদের বাড়িতে সে এগুলা কে গায়রত বলে আবার সবাইকে খারাপ বানায় চালায় দেয় যে মিশতে দিবেনা। আবার খুব সম্মান প্রিয় বাড়িতে কথা বলতে গেলেও তার সামনে বলিনা কারন সে শুনে থাকে কে কি বলতেছে পরে কোনো কথা মনমতো না হলে আমার উপর টর্চার করে।আমি ৩ মাসের গর্ভবতী এই অবস্থায় আমার গলা চিপে ঝরা আমার চুল ধরে ছেচড়ানো পা দিয়ে গুঁড়ি দেয়া গাল টিপে ধরা সব‌ই করছে। নেশা করলে কিছু বলা যায়না। আমি থাকলে তাও কম নেশা করে কারন অনেক খোটা দেই এদিকে তার খোটাও সহ্য হয়না সম্মানে লাগে তখন ১০ দিন ১৫ দিন খুব ভালো থাকে আমি কোথাও গেলে বা বাসায় মেহমান আসলে আমি ব্যাস্ত থাকি তখন সে সারাদিন নেশা করে বেড়ায় কাজ নাই মেহমান তো ভাববে সে বাহিরে ব্যাস্ত খুব তার সম্মান বাড়বে এমন করে। আমার মা বাবা সব জানার পর আমাকে ডিভোর্স দিতে বলতেছে আমার ইসলামিক পড়াশোনা সব বন্ধ করে দিছে সাথে একটু আরবি পড়াতাম তাও এখন দিবে না পা ধরে রিকুয়েস্ট করছি অনেক কাঁদছি কিন্তু দিবে না বলে এতে নাকি কল্যান নাই আমার টাকার হিসাব সবাই করে। আমার শশুর বাড়ির মানুষেরা জানে তাই তারা আমার মা বাবাকে পরামর্শ দিছে যে আমাকে ২ মাসের জন্য নিয়ে আসতে থাকে শায়েস্তা করতে কিন্তু এতে সে আর‌ও খারাপ হয়ে যাবে দিনরাত নেশা নিয়ে পড়ে থাকবে সেই ভয়ে আমি কষ্ট করে সেখানেই থাকছি। সবাই বলতেছে নেশাখোরের হাতে মাইর খেয়ে কি তুমি জান্নাত পাবা মনে করতেছ। কিন্তু তার ভালো হ‌ওয়ার চান্স আছে বাচ্চার উসিলায় সে অনেক বিরত থাকে নেশা করা থেকে। আমার সবর করা কি বোকামি হচ্ছে উস্তায? আমার কি তাকে ডিভোর্স দেয়া উচিৎ? নাকি বাপের বাড়ি এসে শায়েস্তা করা উচিৎ?

1 Answer

0 votes
by (714,480 points)


ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
তালাক প্রদাণ একমাত্র স্বামীর অধীকার। হ্যা শরীয়ত কিছু কিছু ক্ষেত্রে স্ত্রীকে নিজের উপর তালাক প্রদানের অনুমোদন দিয়েছে।যেমন,স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক প্রদানের অনুমতি প্রদান করলে,স্ত্রী নিজেকে তালাক দিতে পারবে।তাছাড়া স্বামী খোরপোষ না দিলে,স্ত্রী কাযী সাহেবের নিকট অভিযোগ দায়ের করতে পারবে।কিংবা স্বামী নিখোঁজ হলে বা ধ্বজভঙ্গ হলে কোর্ট বিবাহ ভঙ্গের রায় দিতে পারবে।

স্বামীর খোঁজখবর না থাকলে স্ত্রী চার বছর পর্যন্ত অপেক্ষা করবে।এক বছর (কেউ কেউ চার বছরের কথাও বলেছেন) বছর অপেক্ষার পরও যদি স্বামীর কোনো খোঁজখবর না মিলে,কোর্ট স্বামীর পক্ষ্য থেকে বিবাহ ভঙ্গ করে দিবে।স্ত্রী তালাক দিতে পারবে না।তালাক দেয়ার অধীকার স্ত্রীর নেই। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/4506

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি ধর্য্য সহকারে পরিস্থিতির মোকাবেলা করুন। স্বামীকে বুঝিয়ে শুনিয়ে নেশা থেকে বিরত রাখার চেষ্টা করুক। শতচেষ্টার পরও যদি কোনো প্রকার সমাধান না আসে, তাহলে পারিবারিকভাবে বিচার পঞ্চায়েতের মাধ্যমে বিষয়টি সমাধান করুন যদি সেটা সম্ভবপর হবে না। সবচেষ্টা ব্যর্থ হলে আদালতের শরণাপন্ন হয়ে তার থেকে তালাক গ্রহণ করে নিবেন।জাযাকুমুল্লাহ ।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...