ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
https://ifatwa.info/20371/
নং ফাতওয়ায় উল্লেখ রয়েছে যে,
শরীয়তের বিধান মতে মশার রক্ত নাপাক নয়। তাই প্রশ্নে উল্লেখিত ছুরতে নামাজের কোনো সমস্যা হবেনা।
এমতাবস্থায় নামাজ চালিয়ে যাওয়া ছহীহ।
,
হাদীস শরীফে বর্ণিত আছে,
‘আবু জাফর এবং আতা (রাহ.) মশা ও বুরগুসের (পাখাবিহীন এক প্রকার
ক্ষুদ্র কীট) রক্তে কোনো সমস্যা মনে করতেন না।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ২০৩১]
আরো জানুনঃ https://ifatwa.info/4707/
.
শরীয়তের বিধান হলো নামাযে মশা মারা জায়েয় আছে। সর্বোচ্চ দুই বার। তিনবার মারা যাবে না।
عن
عبد الرحمن بن الأسود قال كان عمر بن الخطاب يقتل القملة في الصلاة حتى يظهر دمها
على يده .
হযরত উমর ইবনে খাত্তাব রাযি. নামাযে উকুন মেরেছেন। এমনকি সামান্য
রক্তও উনার হাতে দেখা গিয়েছে। (ফাতাওয়ায়ে মাহমুদিয়্যাহ-৬/৬০৭) এলাউস-সুনান-৫/১২২)
আরো জানুনঃ https://ifatwa.info/5224/
.
★ সু-প্রিয়
প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
.
★সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে যদি আপনি নিজেও ১/২ বার মশা মেরে
থাকেন, তাহলেও নামাজের কোনো সমস্যা হবেনা। আর মশা এক হাত দিয়েই
মারা যায় বা এক হাত ব্যবহার করে তাড়িয়েও দিতে পারেন।