আসসালামু আলাইকুম।।
একজন ভাইয়ের ছোট কালে বাবা মায়ের ডিভোর্স হয়।। পরবর্তীতে বাবা মা উভয়েই অন্য জায়গায় বিয়ে করেন। মায়ের ঐ সংসারে ২ জন সন্তান হয়। আর বাবার ১ জন সন্তান হয়। এখন আমার প্রশ্ন হচ্ছে ঐ ভাইয়ের নিজে পরিচয় হিসেবে ভাই বোন কয়জন হবে? একজন বলেছিলেন যেহেতু বাবার পরিচয়ে সবার পরিচয় হয় তাহলে উনার বাবার দিকে বিবেচনায় উনি সহ ২ ভাই বোন হওয়ার কথা।।
উনার বিয়ের বায়োডাটার ক্ষেত্রে উনি কি ১ জন বোন উল্লেখ করবে নাকি ৩ জন (মায়ের আরেক সংসারের ২ জন)। ইসলাম অনুযায়ী কোনটা সত্য??