আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
34 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (4 points)

السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ

 

আমার দাদারা দুই ভাই আর এক বোন ছিলেন। মোট জমি ছিলো ৬১/৬২ ডেসিমেলের মত। রাস্তার জন্য কিছু জমি কমে গেছে।
দাদাদের এক সৎ ভাইকে ৩ ভাই বোন মিলে ৬ ডেসিমেল দিয়ে গেছেন। কিন্তু আমার দাদা-দাদী-বাবা মারা যাওয়ার পর তারা ( চাচা আর তার ছেলেরা) দুই পাশে রাস্তা সহ প্রায় ৯ ডেসিমেলের মত জায়গায় বিল্ডিং করেন।

দাদারা ২ জন ২২ ডেসিমল করে নিয়ে বোনকে সাড়ে ৯ ডেসিমেল দিয়েছিলেন। দাদার বোনকে চিকিৎসা করানোর জন্য সে জমি আমার বাবার কাছে বিক্রি করে দেন চাচারা। কিন্তু সৎ চাচাদের জমি বেশি নেওয়ার জন্য আমার সাড়ে ৯ ডেসিমেল জমি কমে গেছে।

এখন আমার ফুপিরা জমি চাচ্ছেন।

*বড় ফুপি আমার দাদার আগে ইন্তেকাল করেছেন। তার ছেলে মেয়েকে আমার বাবা কিছু খরচ দিতেন। ফুপাতো ভাই ঋণ ছিলেন সেখানে আমার বাবা ২লক্ষ টাকা দিয়ে তার জমিটা ফেরত নিতে সাহায্য করেছেন।

আমার দাদার ৩ মেয়ে ১ ছেলে।

*আমার মেঝো ফুপিকে আমার দাদীর বাবার বাডির জমির ৩ ডেসিমেল জমি দেয়া হয়েছে আর আমার বাবা মাটি দিয়ে উচু করে দিয়েছিলেন  কিন্তু সে এখন  জমিটা নিবেন না। আমাদের জমি থেকে নিবেন।

.আমার প্রথম প্রশ্ন:
শরীয়াতের নিয়ম মতে কি আমাদেরকে তাদের জমি বুঝিয়ে দিতে হবে? নাকি আমাদের জন্য জুরুরি না।

কারন আমার দাদী আর বাবা জীবিত থাকা অবস্থায় তাদের জমি বন্টনের জন্য আমার মা বসতে বলেছিলেন কিন্তু তারা আসেনি।
এখন তাদের ইন্তেকালের পর জমি বেশি চাচ্ছেন।
আর আশেপাশের অনেক প্রতিবেশির মাধ্যমে কথার জুলুম করে যাচ্ছেন।

আমার ছোট ফুপা বলছেন বোন বেশি থাকলে ভাই জমি কম পায়।
ফুপিরা নাকি ১২ ডেসিমেল পাবে আর আমার বাবার ভাগে ৮ ডেসিমেল।

আমি তাদেরকে সূরা নিসার কিছু আয়াত সম্পর্কেও বলেছি।  তারপর থেকে আমার বড় ফুপির মেয়ে আর দুই ফুপি আমাদের সাথে যোগাযোগ করেন না।

২. আমার ২য় প্রশ্ন:
*আমার বাবা যে সাড়ে ৯ ডেসিমেল কিনেছিলেন।আমরা কি সেখান থেকে ফুপিদের জমি দিতে পারবো?
*নাকি দাদার জমি থেকেই তাদের দিতে হবে?
*ফুপির জন্য রাখা জমি আর বাবার কেনা জমি মিলিয়ে দিতে পারবো? 

তারা বলেছে ওই জমি দিলে টাকাও দিতে হবে।
এখন আমাদের পক্ষে এত টাকা দেয়া সম্ভব না।

এখন আমাদের কি করনীও? <!--/data/user/0/com.samsung.android.app.notes/files/clipdata/clipdata_bodytext_251028_130012_445.sdocx-->

1 Answer

0 votes
by (732,000 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
হযরত আনাস ইবনে মালেক রাযি থেকে বর্ণিত,
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ فَرَّ مِنْ مِيرَاثِ وَارِثِهِ، قَطَعَ اللَّه ُمِيرَاثَهُ مِنَ الْجَنَّةِ يَوْمَ الْقِيَامَةِ»
রাসূলুল্লাহ সাঃ বলেনঃ যে ব্যক্তি তার ওয়ারিছদেরকে মিরাছ প্রদান থেকে পলায়ন করবে(তথা-ওয়ারিছদেরকে মিরাছ থেকে বঞ্চিত করবে)আল্লাহ তা'আলা ক্বিয়ামতের দিন তাকে জান্নাতের মিরাছ থেকে বঞ্চিত করবেন। (সুনানে ইবনে মাজাহ-২৭০৩) সে সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/343


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার প্রশ্নটি পড়েছি। অস্পষ্টতা বিদ্যমান। সুতরাং স্থানীয় কোনো দারুল ইফতায় যোগাযোগ করবেন। অথবা আমার সাথে ফোনে কথা বলবেন।তারপর আপনাদের বিষয়ে কমেন্ট করবো।জাযাকুমুল্লাহ। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...