السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ
আমার দাদারা দুই ভাই আর এক বোন ছিলেন। মোট জমি ছিলো ৬১/৬২ ডেসিমেলের মত। রাস্তার জন্য কিছু জমি কমে গেছে।
দাদাদের এক সৎ ভাইকে ৩ ভাই বোন মিলে ৬ ডেসিমেল দিয়ে গেছেন। কিন্তু আমার দাদা-দাদী-বাবা মারা যাওয়ার পর তারা ( চাচা আর তার ছেলেরা) দুই পাশে রাস্তা সহ প্রায় ৯ ডেসিমেলের মত জায়গায় বিল্ডিং করেন।
দাদারা ২ জন ২২ ডেসিমল করে নিয়ে বোনকে সাড়ে ৯ ডেসিমেল দিয়েছিলেন। দাদার বোনকে চিকিৎসা করানোর জন্য সে জমি আমার বাবার কাছে বিক্রি করে দেন চাচারা। কিন্তু সৎ চাচাদের জমি বেশি নেওয়ার জন্য আমার সাড়ে ৯ ডেসিমেল জমি কমে গেছে।
এখন আমার ফুপিরা জমি চাচ্ছেন।
*বড় ফুপি আমার দাদার আগে ইন্তেকাল করেছেন। তার ছেলে মেয়েকে আমার বাবা কিছু খরচ দিতেন। ফুপাতো ভাই ঋণ ছিলেন সেখানে আমার বাবা ২লক্ষ টাকা দিয়ে তার জমিটা ফেরত নিতে সাহায্য করেছেন।
আমার দাদার ৩ মেয়ে ১ ছেলে।
*আমার মেঝো ফুপিকে আমার দাদীর বাবার বাডির জমির ৩ ডেসিমেল জমি দেয়া হয়েছে আর আমার বাবা মাটি দিয়ে উচু করে দিয়েছিলেন কিন্তু সে এখন জমিটা নিবেন না। আমাদের জমি থেকে নিবেন।
১.আমার প্রথম প্রশ্ন:
শরীয়াতের নিয়ম মতে কি আমাদেরকে তাদের জমি বুঝিয়ে দিতে হবে? নাকি আমাদের জন্য জুরুরি না।
কারন আমার দাদী আর বাবা জীবিত থাকা অবস্থায় তাদের জমি বন্টনের জন্য আমার মা বসতে বলেছিলেন কিন্তু তারা আসেনি।
এখন তাদের ইন্তেকালের পর জমি বেশি চাচ্ছেন।
আর আশেপাশের অনেক প্রতিবেশির মাধ্যমে কথার জুলুম করে যাচ্ছেন।
আমার ছোট ফুপা বলছেন বোন বেশি থাকলে ভাই জমি কম পায়।
ফুপিরা নাকি ১২ ডেসিমেল পাবে আর আমার বাবার ভাগে ৮ ডেসিমেল।
আমি তাদেরকে সূরা নিসার কিছু আয়াত সম্পর্কেও বলেছি। তারপর থেকে আমার বড় ফুপির মেয়ে আর দুই ফুপি আমাদের সাথে যোগাযোগ করেন না।
২. আমার ২য় প্রশ্ন:
*আমার বাবা যে সাড়ে ৯ ডেসিমেল কিনেছিলেন।আমরা কি সেখান থেকে ফুপিদের জমি দিতে পারবো?
*নাকি দাদার জমি থেকেই তাদের দিতে হবে?
*ফুপির জন্য রাখা জমি আর বাবার কেনা জমি মিলিয়ে দিতে পারবো?
তারা বলেছে ওই জমি দিলে টাকাও দিতে হবে।
এখন আমাদের পক্ষে এত টাকা দেয়া সম্ভব না।
এখন আমাদের কি করনীও? <!--/data/user/0/com.samsung.android.app.notes/files/clipdata/clipdata_bodytext_251028_130012_445.sdocx-->