আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, আমার স্বামীর সাথে আমার সম্পর্কের খুব খারাপ অবস্থা,এরজন্যে সে আমাকে আর আমার পরিবারকে এককভাবে দ্বায়ী করেন,(নিজের আর নিজের পরিবারের কোন দোষ দেখেও দেখতে চান না)।প্রায়ই ঝগড়া হয়,আমার দুটো বাচ্চার সময় আমাকে কোনো হাত খরচ দেয়নি সমস্ত খরচ আমার বাবা মা কে করতে হয়েছে।প্রতিমাসে বাবা মায়ের হাতে হাত খরচ দেয় আমাকে দেয়ার বেলায় গড়িমসি করে,আমাকে জিজ্ঞাসা করে আমার কি লাগবে আমি এনে দিচ্ছি হাত খরচ কিসের আবার? এখন আমার কথা হচ্ছে আমি কি প্রতিমাসে হাতখরচ (সব পাওয়ার পরেও) দাবি করতে পারি না?
আরেকটি বিষয় হলো আমাদের ঝগড়ার মাঝে আমি একদিন রাগের মাথায় বলেই দি যে আমি মোহরানা মাফ করে দিলাম লাগবে না তোমার মোহরানা,এখন আমি কি সে মোহরানা পাবো না? আমাকে কোনো হাত খরচ ও দেয় না আবার আমার মোহরানা ও আমি সময়মত পায়নি।এমতাবস্থায় আমি কি আমার স্বামীর ইনকামের উপর হকদ্বার নয়? আমার দুইসন্তানেও কি হক নেই?
এছাড়া ও আমার আর আমার পরিবারের ব্যাপারে ক্রিটিসাইজ করে যায় (বাচ্চার কোনো কিছু দেয়,তাদের রিতীনিতি মেনে নেয়)যা আমাকে অনেক কষ্ট দেয় এগুলার জন্য কি সে দ্বায়ী থাকবে না? আমার মানসিক কোনো কিছুর সে খেয়াল রাখে না,আমি সিজারের রোগী হওয়া সত্ত্বেও উনার পরিবারের লোকদের খেদমত করে মন পায় না তাও সে বলে সে নকি আমা র কোনো হক খায় নি বরং আমিই আর আমার পরিবার তার হক খেয়েছি,এগুলো কি ঠিক আমাকে জানাবেন ইনশাআল্লাহ
আমি জেনে রাখতে আমি আমার স্বামী থেকে কি কি অধিকার পেতে পারি,কেনোনা উনি বলেন আমি কোনো কিছুই পাওয়ার নাই