ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
শুধুমাত্র কসম শব্দ বললে তখন ধরে নেয়া হবে যে, তাতে আল্লাহর নাম লুকায়িত রয়েছে, এজন্য ফুকাহায়ে কেরাম শুধুমাত্র কসম শব্দ বলার দ্বারা কসম হয়ে যায় বলে মনে করেন।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/579
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কেউ যদি ভূল বা গুনাহ না করার কসম করে আবার বেখেয়ালে ভুল/গুনাহ করে ফেলে, তাহলে তাকে কাফফারা আদায় করতে হবে।
অতীতে কতগুলো কসম ভঙ্গ করেছে মনে না থাকলে আনুমান করে কসম সমূহের কাফফারা আদায় করে নিবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/1808
(২) AI ভয়েস দ্বারা পুরুষ কন্ঠের ভয়েস দেয়া যাবে।তবে শর্ত হল, মিউজিক থাকতে পারবে না।এবং কোনো প্রকার ধোকা থাকতে পারবে না।
(৩) আপনি নিয়মিত তাহাজ্জুদের নামায পড়বেন। ইনশাআল্লাহ বিহিত একটি সমাধান হবে। সবকিছুর সমাধান হবে।