السلام عليكم ورحمة الله وبركاته
উস্তায, সহীহ হাদিস অনুযায়ী রাসূলুল্লাহ ﷺ রাতে সূরাহ বানী ইসরাঈল, যুমার, সিজদাহ, মুলক তিলাওয়াত না করে ঘুমাতেন না আলহামদুলিল্লাহ । এখন যদি আমি সূরাহ বানী ইসরাঈল, যুমার পুরোটা না পড়ে কিছু অংশ পড়ি এরপর শুধু দুরুদ শরীফ পাঠ করি তাহলে কি সুন্নাহ ﷺ আদায় হবে ? উল্লেখ্য আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার তাওফিক মোতাবেক আমি পুরো পড়তাম কিন্তু দুরুদের ফজিলত জানার পর থেকে তিলাওয়াত কমিয়ে দুরুদ পাঠ করতে চাচ্ছি ইন শা আল্লহ।