আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আমি একটা ফ্রিজ কিনতে চাই ক্রেডিট কার্ড ইউজ করে। তো আমি যেখান থেকে ফ্রিজ নিবো সেখানে একটা অফার দিয়েছে যে আমি যদি 12 মাসে পেমেন্ট ক্লিয়ার করি তাহলে 0% ইন্টারেস্ট। মানে 12 মাসে আমি টাকা টা দিতে পারলে কোনো শুধু দিতে হবে না।
1/তো আমি যদি এই 12 মাসের মধ্যে পেমেন্ট ক্লিয়ার করি কোনো সুধ ছাড়া তাহলে কি কোনো সমস্যা আছে ?
2/ এমন আরও কিছু শপ আছে যেখান thek আমি কিছু কিনলে 6 মাসের মধ্যে ফুল পেমেন্ট দিয়ে দিলে আরও শুধু দিতে হবে না। এই পদ্ধতি তে ক্রেডিট কার্ড ব্যবহার করলে কি হারাম বা নাজায়েজ হবে ? জানাবেন প্লীজ