আসসালামু আলাইকুম।
আমার বাবা কুয়েতে আরবের মালিকের দোকানে ২০ বছর যাবত ফলের ব্যবসা পরিচালনা করে সুনামের সাথে।
প্রতিদিন মালিকের নির্ধারিত ফলের পণ্য দোকানে আসলে আমার বাবা সেগুলো বিক্রি করতো।
অনেক সময় মালিকের নির্ধারিত পণ্য দোকানের জন্য যথেষ্ট হতো না। অনেকে আমার বাবার কাছে বিভিন্ন পরিমাণ ফলের বাক্সের চাহিদা করতো।
তো আমার বাবা অনেক ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করে তাদের বলতো আমার ১০ বাক্স আনার লাগবে, আমি বিক্রি করে দিলে তোমাকে ৫% কমিশন আমাকে দিতে হবে।
তখন অন্য ব্যবসায়ীরা তাদের ফলের পণ্য আব্বার মালিকের দোকানে পাঠাতো। এভাবে আব্বা মালিকের ব্যবসার বাহিরেও নিজের কমিশনের জন্য অন্য জায়গা থেকে ফল এনে ব্যবসা করেছে নিজের জন্য।
ঘটনাটি জানার পর আব্বার দোকানের কুয়েতি মালিক আব্বাকে বলেছে তুমি মিছকিন, তোমার জন্য হালাল।
আমার বাবা তার কুয়েতি টাকা দিয়ে ২ টি বাড়ি করছে। ওয়ারিশ হিসেবে সেগুলো আমার জন্য সম্পূর্ণ হালাল?