ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
কাসীর ইবনু আবদুল্লাহ ইবনু আমর ইবনু আওফ (রাঃ) হতে পর্যায়ক্রমে তার বাবা ও দাদার সূত্রে বর্ণিত আছে,
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، حَدَّثَنَا كَثِيرُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ عَوْفٍ الْمُزَنِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " الصُّلْحُ جَائِزٌ بَيْنَ الْمُسْلِمِينَ إِلاَّ صُلْحًا حَرَّمَ حَلاَلاً أَوْ أَحَلَّ حَرَامًا وَالْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ إِلاَّ شَرْطًا حَرَّمَ حَلاَلاً أَوْ أَحَلَّ حَرَامًا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মুসলিমদের একে অপরের সাথে সন্ধি স্থাপন করা জায়িয। কিন্তু বৈধকে অবৈধ অথবা অবৈধকে বৈধ করার মত সন্ধি চুক্তি জায়িয নেই। মুসলিমগণ তাদের একে অপরের মধ্যে স্থিরকৃত শর্তাবলী মেনে চলতে বাধ্য। কিন্তু হালালকে হারাম অথবা হারামকে হালাল করার মত শর্ত বৈধ নয় (তা বাতিল বলে গণ্য হবে)।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)
ডিউটির সময় ব্যতিত অবসর সময়ে আপনি যেকোনো কাজ করতে পারবেন। রোগী দেখতে পারবেন। আপনার অবসর সময় অন্য কারো নিয়ন্ত্রনাধীন নয়। অবসর সময়ে রোগী না দেখার কোনো চুক্তি থাকলে সেটা গ্রহণযোগ্য হবে না। তবে অবসর সময়ে রোগী দেখার দরুণ মূল ডিউটির সময়ে কোনো ব্যঘাত ঘটতে পারবে না। ডিউটি সময়ের একটি মুহূর্তকেও অযথা নষ্ট করা যাবে না। এবং অবসর সময়ে রোগী দেখার দরুণ ডিউটি সময়ে কোনো প্রভাব পড়লে তখন অবসর সময়ের রোগী দেখাও জায়েয হবে না।
(২)
সরকারি ডাক্তাররা যদি ডিউট টাইম ফাঁকেফাঁকে প্রাইভেট রোগী দেখে আসেন। এক্ষত্রে এমনটা কখনো হালাল হবে না। ডিউটি সময়ের যতটুকু সময় প্রাইভেট রোগী দেখবেন, ততটুকু সময়ের বেতনের টাকা হালাল হবে না। বরং হাসপাতাল কর্তৃপক্ষকে ফিরিয়ে দিতে হবে।