আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
28 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (3 points)
edited by
আসসালামু আলাইকুম

আমি একটি ngo এর অধীনে এক হাস্পাতালে কর্মরত আছি।  জব ডেস্ক্রিপশন এ বলা আছে বাহিরে প্রাইভেট প্র‍্যাক্টিস করা যাবে না। কিন্তু হাস্পাতাল কর্তৃপক্ষের মৌন সম্মতি আছে। আমি যদি আমার ডিউটি সময়ের বাহিরে, যে সময় আমার কোন কাজ থাকে না তখন যদি প্রাইভেট চেম্বারে রোগী দেখি ভিজিট নিয়ে সেই টাকা কি হালাল হবে?( উল্লেখ্য বেতন দেয় ngo, ডিউটি এবং অন্য সব দায়িত্ব হাস্পাতাল কর্তৃপক্ষের অধীনে)
আমার নির্ধারিত ডিউটির বাইরেও এক্সট্রা ডিউটি এবং সম্প্য ও দেয়া লাগে হাস্পাতালে।  অবসর সময়েই চেম্বারে বসা হয়।
অপর একটি প্রশ্ন হলো-

অনেক সরকারি ডাক্তারদের দেখি উনারা ডিউট টাইমের ফাঁকেফাঁকে গিয়ে রোগী দেখে আসেন। এক্ষত্রে সেটি হালাল হবে কি না? যদি ডিউটি সময়ে রোগী দেখলে ডিউটির ক্ষতি না করে দেখা হয়?
হারাম হলে চেম্বারের ভিজিট হারাম হবে না বেতনের টাকা হারাম হবে?

1 Answer

0 votes
by (754,830 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
কাসীর ইবনু আবদুল্লাহ ইবনু আমর ইবনু আওফ (রাঃ) হতে পর্যায়ক্রমে তার বাবা ও দাদার সূত্রে বর্ণিত আছে,
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، حَدَّثَنَا كَثِيرُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ عَوْفٍ الْمُزَنِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " الصُّلْحُ جَائِزٌ بَيْنَ الْمُسْلِمِينَ إِلاَّ صُلْحًا حَرَّمَ حَلاَلاً أَوْ أَحَلَّ حَرَامًا وَالْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ إِلاَّ شَرْطًا حَرَّمَ حَلاَلاً أَوْ أَحَلَّ حَرَامًا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মুসলিমদের একে অপরের সাথে সন্ধি স্থাপন করা জায়িয। কিন্তু বৈধকে অবৈধ অথবা অবৈধকে বৈধ করার মত সন্ধি চুক্তি জায়িয নেই। মুসলিমগণ তাদের একে অপরের মধ্যে স্থিরকৃত শর্তাবলী মেনে চলতে বাধ্য। কিন্তু হালালকে হারাম অথবা হারামকে হালাল করার মত শর্ত বৈধ নয় (তা বাতিল বলে গণ্য হবে)।
জা'মে তিরমিযি-১৩৫২, পৃষ্টা-৪৮৭, সুনানু ইবনু মা'জাহ-২৩৫৩)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/788

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)
ডিউটির সময় ব্যতিত অবসর সময়ে আপনি যেকোনো কাজ করতে পারবেন। রোগী দেখতে পারবেন। আপনার অবসর সময় অন্য কারো নিয়ন্ত্রনাধীন নয়। অবসর সময়ে রোগী না দেখার কোনো চুক্তি থাকলে সেটা গ্রহণযোগ্য হবে না। তবে অবসর সময়ে রোগী দেখার দরুণ মূল ডিউটির সময়ে কোনো ব্যঘাত ঘটতে পারবে না। ডিউটি সময়ের একটি মুহূর্তকেও অযথা নষ্ট করা যাবে না। এবং অবসর সময়ে রোগী দেখার দরুণ ডিউটি সময়ে কোনো প্রভাব পড়লে তখন অবসর সময়ের রোগী দেখাও জায়েয হবে না।

(২)
সরকারি ডাক্তাররা যদি ডিউট টাইম ফাঁকেফাঁকে প্রাইভেট রোগী দেখে আসেন। এক্ষত্রে এমনটা কখনো হালাল হবে না। ডিউটি সময়ের যতটুকু সময় প্রাইভেট রোগী দেখবেন, ততটুকু সময়ের বেতনের টাকা হালাল হবে না। বরং হাসপাতাল কর্তৃপক্ষকে ফিরিয়ে দিতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...