আসসালামু আ'লাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমি আমার সালাত ঠিক হচ্ছে কিনা অর্থাৎ রাসুল (সঃ) এর মত হচ্ছে কিনা তা পরীক্ষা করতে চাই।
১। সালাতের শুরুতে দুই হাত কখন কাঁধ আবার কখন কানের লতি পর্যন্ত উঠানর চেষ্টা করি। তারপর পড়ি কখন ইন্নাসসালাতি অয়ান্নুসুকি মাহিয়াইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আ'লামিন আবার কখন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়াতাবাকাস্মুকা ওয়া তা'আলা যাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুকা
২। দুই হাত নাভির উপরে ডান হাত বাম হাতের উপর স্বাভাবিক ভাবে রাখি।
৩। আ'উযুবিল্লাহ ও বিসমিল্লাহ দিয়ে শুরু করি
৪। সুরা ফাতিহার পর অন্য সুরা পড়ি
৫। রুকুতে কখন সুবহানা রাব্বি'আল আ'যিম, কখন সুবহানা রাব্বি'আল আ'যিম ওয়া বিহামদিহি, আবার কখন সুব্বুহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ পড়ি।
৬। রুকু থেকে দাড়িয়ে পড়ি সামিয়াল্লাহু লিমান হামিদাহ হামদান কাসিরান তাইইবান মুবারাকান ফিহ।
৭। সিজদাতে পড়ি যা পড়েছি রুকুতে আবার কখনও আরবি দোয়া করি সিজদার তাজবি পাঠের পর।
৮। দুই সিজদার মাঝে পড়ি কখন রাব্বিগফিরলি অথবা আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি অয়াহদিনি ওয়াযবুরনি অয়ারফিনি অয়ারযুকনি।
৯। শেষ বৈঠকে দরুদের পর পড়ি আল্লাহুম্মা ইন্নি আ'উযুবিকা মিন আ'যাবিল কবর ওয়া মিন আ'যাবিন্নার ওয়া মিন ফিত্নাতিল মাহিয়া ওয়া মামাতি ওয়ামিন ফিত্নাতিল মাসিহিদ্দাযযাল ও আল্লহুম্মা ইন্নি যালামতু নাফসি যুল্মান কাসিরা ওলা ইয়াগফিউযযুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতান মিন ইন্দিকা রাহমানই ইন্নাকা আন্তাল গাফুরুর রাহিম।
১০। মাঝে মাঝে আরবি দুয়া পড়ি এর পর এবং সালাম দিয়ে নামায শেষ করি।
১১। জামাতে নামায পড়ার সময় নীরব কেরাতে সুরার ফাতিহা পড়ি যেমন এশার শেষ দুই রাকাত, যহুরের চার রাকাতে অর্থাৎ নীরব নামাযে সুরা ফাতিহা পড়ি ও প্রথম দুই রাকাতে অন্য সুরাও মিলাই।
আমাই জানতে চাই আমি কি ঠিক ভাবে নামায আদায় করছি নাকি কোথাও ভুল করছি? সঠিক জানতে চাই সহিহ কুরআন ও সুন্নাহ থেকে রেফারেন্সসহ যাতে করে যাচাই করতে পারি।
আরেকটি বিষয় জানতে চাই নামাযের মধ্যে বিশেষ করে যখন জাহান্নাম অথবা জান্নাতের কথা আসে যা আমি বুজতে পারি অথবা পারি না কিন্তু তখন শরীরের মাঝে অনুভূতি হয় কান্না আসে। এটা কি নামাযের জন্য ক্ষতিকর?
আসসালামু আ'লাইকুম ওয়া রাহমাতুল্লাহ