আমি ইনশাল্লাহ কিছুদিন পরে সেন্ট মার্টিন বেড়াতে যাব। যেহেতু ঢাকা থেকে যাব, কিছু নামাজের সময় এমন পড়বে, আমি বাসে, কিছু সময়ে আমি জাহাজে। এই নামাজগুলো নিয়ে কি করব আমি জানতে চাই।
১। ৪০ কিঃমিঃ অতিক্রম না করলে তো কসর হবে না, চলন্ত বাসে কিভাবে নামাজ আদায় করব? (বাস চলন্ত কিন্তু তখনও ৪০ কিঃমিঃ অতিক্রম হয় নি)।
২। কছর পড়ার বিধানটা আমার ঠিক জানা নাই, যখন ৪০ কিঃমিঃ অতিক্রম হয়ে যাবে, তখন কোন ওয়াক্তের নামাজ কত রাকাত করে পড়ব?
৩। আল্লাহ চাইলে যখন সেন্ট মার্টিন পৌছে যাব, তখন স্থানীয় মসজিদে কি আমি জামায়াত পড়ব? বিধান কি?
৪। আমার পূর্ণ নিয়্যত আছে, জামায়াতেই নামাজ পড়ার, তাও বিধান জেনে নিচ্ছি, যেহেতু আমার অপিরিচিত এলাকা, সেহেতু ফজরের সময়ে কি করব, স্বাভাবিকভাবেই ফজরে মসজিদে যেতে কিছু টা ভয় কাজ করবে, তখন জামায়তের সওয়াব পাব কিভাবে?
৫। সবচেয়ে বড় যে আমার মনে সংশয় (অবশ্যই আমার না জানার কারণে), কসর এর বিধান কি আবশ্যক নাকি ঐচ্ছিক? বিস্তারিত বললে, আল্লাহ আমাকে এখনও সুস্থ রেখেছেন এবং পর্যাপ্ত সময়ও আছে, আমি জামায়াত ছাড়া নামাজ পড়তে একেবারেই চাই না। সেক্ষেত্রে আসলে বিধানটা কি? আমাকে কসরই পড়তে হবে, নাকি মসজিদে গিয়ে নামাজ আদায় করব, নাকি যেহেতু ৪০ কিঃমিঃ অতিক্রম করেছি, আমাকে কসরই পড়তেই হবে বাধ্যতামুলকভাবে।
৬। আমার বাবা যখন আমার বাসায় বেড়াতে আসেন (৪০ কিঃমিঃ অতিক্রম হয়) অথবা আমি যখন বাবার কাছে যাই (৪০ কিঃমিঃ অতিক্রম হয়), আমি সাধারণত মসজিদেই যাই, কিন্তু বাবা যান না, তিনি কসরের নামাজ আমার বাসাতেই পরেন, উল্লেখ্য, আল্লাহ আমার বাবাকে এখনো শারিরীকভাবে সুস্থ রেখেছেন এবং সময়ও থাকে পর্যাপ্ত। এক্ষেত্রে কি করা যায়
৭। জুমার নামাজ কি কসর হয়? আমার ভ্রমণকালে জুমার নামাজও পড়বে।
………
প্রশ্ন শুনেই বুঝতে পারছেন, কসর নামাজ নিয়ে আমার জ্ঞান খুবই কম। আমি যদি কিছু মিসও করে থাকি দয়া করে আমাকে জানাবেন, বিস্তারিত জানার কোন লিখা / বই থাকলে তো আরও ভাল।