আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
16 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (21 points)
আসসালামু আলাইকুম। ফেসবুকে একজন আলেমের পোস্টে এই দেখেছি। এই কথাটার সত্যতা কতটুকু?
কথাটা-
ফিকহে বলা হয়েছে, যদি নামাজে ইমামতির যোগ্যতায় দুইজন ইমাম সম্পূর্ণ সমান হন—ইলম, কিরাআত, তাকওয়া—সব দিক থেকেই, তাহলে তাঁদের মধ্যে যিনি বিবাহিত, তাঁকেই অগ্রাধিকার দেওয়া হবে।আর যদি দু’জনই বিবাহিত হন। তাহলে তাদের মধ্যে যাঁর স্ত্রী অধিক সুন্দর, তাঁকেই ইমামতির জন্য এগিয়ে রাখা হবে।ফকিহগণ এর ব্যাখ্যায় বলেছেন—যাঁর স্ত্রী সুন্দর, সাধারণত তিনি অন্যের তুলনায় বেশি সংযমী ও আত্মসংযত হন। অর্থাৎ, হারামের দিকে ঝুঁকে পড়ার আশঙ্কা তুলনামূলকভাবে তার কম থাকে। এই মতামতটি প্রখ্যাত ফকিহ ইবনু আবিদীন (রহ.) তাঁর বিখ্যাত গ্রন্থ—হাশিয়া ইবন আবিদীনে উল্লেখ করেছেন।
সূত্র: হাশিয়া ইবনু আবিদীন

যদি এই কথাটি সত্য হয়ে থাকে তবে উল্লেখিত দুজনের মধ্যে কার স্ত্রী বেশি সুন্দর, এটা জানার পদ্ধতি কী?

1 Answer

0 votes
by (720,840 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

ফাতাওয়ায়ে শামীতে আছেঃ-

(ثم الاحسن زوجۃً)
(ثم اصبحھم أی اسمحھم وجھاً)
(ثم الاکبرراساً والأصغر عضواً)
 ’’درمختار‘‘ج۱،ص۸۲ پ

ব্যাখ্যা সহ অনুবাদঃ-
তারপর সেই ব্যক্তি যাঁর স্ত্রী অধিক সুন্দর, উত্তম (সৌন্দর্যময় ও সম্মানজনক)”এখানে “উত্তম স্ত্রী”-এর অর্থ হলো এমন স্ত্রী যে ব্যক্তিগত ও সামাজিক দিক থেকে সম্মানসূচক, যাতে স্বামী সম্পর্কে একটা সহমর্মিতা ও স্থিতিশীল জীবন কল্পনা করা যায়। 

 “পরবর্তীতে সেই ব্যক্তি যাঁর মুখ/চেহারা অধিক প্রশস্ত, প্রাণবন্ত ও দৃষ্টিনন্দন”
অর্থাৎ, নিকটস্থ লোকেরা যাকে দেখা-কারীতে বেশি সৌন্দর্য বা শুভ্রতা দেখে, তাকে অগ্রাধিকার দেওয়া।

 “এরপর সেই ব্যক্তি যাঁর মাথা/মস্তক বড় (এবং বুদ্ধি/ফোকাল ক্ষমতা অনুকূল) 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
এক্ষেত্রে ফুকাহায়ে কেরামদের উদ্দেশ্য ছিল:

“যিনি স্বাভাবিকভাবে দুনিয়াবি ফিতনা থেকে বেশি নিরাপদ থাকার সম্ভাবনা রাখেন, তিনি মানসিকভাবে নামাজে অধিক স্থির ও সংযত হতে পারেন।”

এটা এমন নয় যে বাস্তবে যাচাই করার নির্দেশ।

ফিকহে বহু জায়গায় এমন তাত্ত্বিক অগ্রাধিকার থাকে, যা বাস্তবে প্রয়োগযোগ্য নয়।

উল্লেখিত দুইজনের মধ্যে কার স্ত্রী বেশি সুন্দর এটা জানার কোনো শরয়ি বা ফিকহি পদ্ধতি ফাতাওয়ায়ে শামীতে নেই; কারণ এটি বাস্তব প্রয়োগের জন্য বলা হয়নি।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...