আসসালামু আলাইকুম। ফেসবুকে একজন আলেমের পোস্টে এই দেখেছি। এই কথাটার সত্যতা কতটুকু?
কথাটা-
ফিকহে বলা হয়েছে, যদি নামাজে ইমামতির যোগ্যতায় দুইজন ইমাম সম্পূর্ণ সমান হন—ইলম, কিরাআত, তাকওয়া—সব দিক থেকেই, তাহলে তাঁদের মধ্যে যিনি বিবাহিত, তাঁকেই অগ্রাধিকার দেওয়া হবে।আর যদি দু’জনই বিবাহিত হন। তাহলে তাদের মধ্যে যাঁর স্ত্রী অধিক সুন্দর, তাঁকেই ইমামতির জন্য এগিয়ে রাখা হবে।ফকিহগণ এর ব্যাখ্যায় বলেছেন—যাঁর স্ত্রী সুন্দর, সাধারণত তিনি অন্যের তুলনায় বেশি সংযমী ও আত্মসংযত হন। অর্থাৎ, হারামের দিকে ঝুঁকে পড়ার আশঙ্কা তুলনামূলকভাবে তার কম থাকে। এই মতামতটি প্রখ্যাত ফকিহ ইবনু আবিদীন (রহ.) তাঁর বিখ্যাত গ্রন্থ—হাশিয়া ইবন আবিদীনে উল্লেখ করেছেন।
সূত্র: হাশিয়া ইবনু আবিদীন
যদি এই কথাটি সত্য হয়ে থাকে তবে উল্লেখিত দুজনের মধ্যে কার স্ত্রী বেশি সুন্দর, এটা জানার পদ্ধতি কী?