আসসালামু আলাইকুম ওয়া রহমাল্লহি ওয়া বারকাতুহ
ইসলামে কতোটুকু পর্দা করতে বলা হয়েছে? আমি শরীয়াহ মেনে পর্দা করছি এক বছর যাবৎ। নিকাব, হাত-পা মোজা সহ পর্দা। নন মাহরাম আত্মীয়দের সালামও দেই না, সামনেও যাই না। কন্ঠেরও পর্দা করি। কিন্তু ছোট থেকেই বড়দের সালাম দেয়ার শিক্ষা ছিলো। বাসার দারোয়ানকেও নিয়মিত সালাম দিতাম। তাই এখন বড়দের সামনে পড়ে গেলেও (পর্দা অবস্থাতেই) সালাম না দিয়ে চলে আসা কেমন জানি খারাপ লাগে। তাই জানতে চাই আল্লাহ তা’আলা আমাকে আসলে কতোটুকু পর্দা করতে বলেছেন? কারণ দিনশেষে এসব কিছু তো তাঁরই জন্য। আরেকটা বিষয় হলো আমি পরিবারের বড় মেয়ে, বড় বউ। ছোট চাচাতো খালাতো ভাইরা আমার চোখের সামনেই বড় হয়েছে। পর্দা শুরু করার পর থেকে ওদের সাথেও কথা বলি না। কিন্তু এভাবে তো আত্মীয় স্বজনদের সাথে দূরত্ব হয়ে যাবে। তাছাড়া কোনো প্রয়োজনে যদি দরকার হয় তাদের সাথে কি মেসেজে যোগাযোগ করতো পারবো? ইসলামে ঠিক কতোটুকু পর্দা করতে বলেছে? আমি বাড়াবাড়িও করতে চাই না, আবার যেটা উত্তম সেটাই করতে চাই।