আসসালামু আলাইকুম।
আমার বিয়ের পূর্বে একজনের সাথে সম্পর্ক ছিল। তার ভাষ্য ছিল আমার ফ্যামিলি রাজি থাকলে সে আমাকে বিয়ে করবে, না থাকলে করবেনা। তার সাথে বিয়ে দিতে আমার ফ্যামিলি রাজি ছিলনা। আমার বাবা মৃত, ভাই নেই। মা দ্বিতীয় স্বামীর সংসারে আছেন। তো পরবর্তীতে উনারা আমার সম্মতি নিয়ে অন্যত্র বিবাহ ঠিক করেন। বিবাহ ঠিক হওয়ার পর আমার যার সাথে সম্পর্ক ছিল সে অনেক পাগলামি শুরু করে, হুমকি ধমকি দিয়ে আমাকে একরকম উঠিয়ে নিয়ে কাজী অফিসে গিয়ে বিয়ে করে। যেখানে আমার পরিবারের কোন সদস্য উপস্থিত ছিলনা, তার ৩-৪ জন বন্ধু সাক্ষী হিসেবে উপস্থিত ছিল। তখন আমার বয়স ২১ ছিলো। পরবর্তীতে আমার পরিবার মেনে নেয়, কিন্তু নতুন করে পরিবারের সদস্যদের উপস্থিতিতে আর বিয়ে পড়ায়নাই। বর্তমানে আমার ২ জন সন্তান আছে। আমি অনেক আগে থেকে বিয়ের বৈধতা নিয়ে পরিবারের সাথে সঙ্কা প্রকাশ করেছি, কিন্তু কেউ ভ্রুক্ষেপ করেনাই।
এখন আমার প্রশ্ন হলো, ইসলামী শরীয়ত অনুযায়ী আমার বিয়ে কি বৈধ হয়েছে? আর সন্তানগুলা কি বৈধ সন্তান?