আসসালামু আলাইকুম।
১.ভার্সিটিতে শিক্ষা সমাপনী সংবর্ধনা দেয়া হয়।এটাতে গাউন আর ক্যাপ পরা হয়।অনুষ্ঠান শেষে কনসার্ট হয়।যদিও কনসার্টে থাকা বাধ্যতামূলক না।আমি তাই এ ধরনের অনুষ্ঠানে এটেন্ড করব না ইন শা আল্লাহ। কিন্তু ভার্সিটির এই গাউনের প্রতি আমার ফ্যাসিনেশন আছে।গাউনের জন্য আলাদা পে করতে হবে।গাউন নেয়াটা উত্তম হবে?জায়েজ না জায়েজ না।উত্তম কি না এটা জানতে চাচ্ছি।(সহশিক্ষা মাধ্যম)
২.সার্টিফিকেট এর জন্য ফি দেয়া বাধ্যতামূলক।যেহেতু কনভোকেশন এর যে ফি টা নিবে সেটাতে থেকে কনসার্টে ব্যয় করা হবে,তাই আমি কনভোকেশন এর সময় টাকা না দিয়ে অন্য সময় সার্টিফিকেট নিতে চাচ্ছি।যাতে আমার টাকাটা কনভোকেশন এর ফান্ডে না যায়।কারণ আমি চাচ্ছি না আমার দেয়া টাকার সামান্য অংশও হারাম কাজে ব্যয় হোক।আমি কি ঠিক পথে আছি?
৩.একসঙ্গে অনেক জায়গায় আযান দেয়।কোনোটাই ঠিক করে শুনতে পারি না।এক্ষেত্রে আযানের জবাব কিভাবে দিব?আযান না শুনে নিজে নিজে জবাব দিলে হবে না?