আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ,
আমি একজন মেয়ে,আমার বয়স ২৪।আমার পরিবার আমার বিয়ের জন্য পাত্র খুজতেছেন।কিন্তু আমার পরিবারের মানুষের মধ্যে দ্বীনের বুঝ কম।সেক্ষেত্রে উনারা কেবল পাত্রের টাকা আর স্ট্যাটাসকে প্রাধান্য দিয়ে গত ১০মাস যাবত একজনকে টার্গেট করে রাখছেন।সেই প্রস্তাবটি আমার খালা এনেছেন,পাত্র উনার অফিসের বস। ছেলের দ্বীনি কুফুর সাথে আমার চাহিদা মতো না(মাদ্রাসা থেকে পড়েছে কিন্তু মুখে দাড়ি নেই,দ্বীনের ব্যাপারে বেখেয়াল)আমার খালা আর আমার পরিবার সেই প্রস্তাব নিয়ে আমার আড়ালে কথা চালাতো আর দ্বীনদার পাত্র আসলেও তা রিজেক্ট করতো সেই পাত্রের আশায়।এখন আমি রাজি হচ্ছি না বলে আমাকে নানান অপবাদ দেয়া হচ্ছে,আমার মা প্রচুর কান্নাকাটি করছে।পরিস্থিতি এতোই খারাপ যে এক পর্যায়ে বাসা থেকে আমি পালিয়ে আমার হলে চলে আসি।
আমার প্রশ্ন হচ্ছে-
১.এই পাত্র আমার ভবিষ্যৎ জীবনসঙ্গী হবে -এটা ভাবলেই আমার হাত পা ঠান্ডা হয়ে আসে।সবাই বলছে হেদায়েত হয়ে যাবে,দাড়ি রেখে দিবে।কিন্তু আমি এসবের কথা ভাবতেই পারি না (পরবর্তীতে প্রভাবিত হয়ে আমি হারিয়ে যাবো বলে) আমার কি অধিকার আছে বাবা মায়ের বিরুদ্ধে গিয়ে এই পাত্রকে বাদ দেয়ার?
২.আমার অনিচ্ছায় আমার আত্মীয় হিসেবে আমার খালার এই ভাবে এই প্রস্তাবকে বার বার মানসিকভাবে চাপাচাপি করার মাধ্যমে কি আমার জুলুম হচ্ছে না?
৩.এই অবস্থায় আমার করনীয় কি?