আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
176 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (23 points)
এক ব্যাক্তি ইসলামি ব্যাংকে ২০ লাখ টাকা রেখেছে। ঐ টাকার উপর মুদারাবা ভিত্তিতে প্রতি মাসে ল্ভ্যাংশ ভোগ করা হয়। এখন ঐ ২০ লাখ টাকা যেটা মূলধন হিসেবে ব্যাংকে আছে সেটার উপর কি যাকাত দিতে হবে? .............................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................।।

1 Answer

0 votes
by (678,880 points)
জবাব
بسم الله الرحمن الرحيم 


ব্যাংকের গচ্ছিত  টাকার উপর যাকাত দিতে হবে। যেহেতু এ টাকাটি ব্যাংকে পড়ে আছে মানেই এটি প্রয়োজন অতিরিক্ত টাকা। তাই এই টাকার উপর প্রতি বছরই যাকাত আদায় করতে হবে।
,
হ্যাঁ যদি আপনাদের ঋন থেকে থাকে,তাহলে তা পরিশোধ করার পর যদি সাড়ে ৫২ তোলা রুপার সমপরিমাণ টাকা থাকে, তাহলেও সেই টাকার উপর যাকাত ফরজ হবে।    

وفى رد المحتار- أن الزكاة تجب في النقد كيفما أمسكه للنماء أو للنفقة ، وكذا في البدائع في بحث النماء التقديري .(رد المحتار، كتاب الزكاة، مطلب في زكاة ثمن المبيع وفاء –3/179 زكريا، وفى البحر الرائق-2/206

যার সারমর্ম হলো নগদ টাকার উপর যাকাত ওয়াজিব, যেভাবেই এটা গচ্ছিত রাখুক না কেনো,,,,  
,
আরো জানুনঃ 

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই বোন,
এখানে একটি মাসয়ালা স্পষ্ট করছি,সেটি হলো    
আমাদের দেশের কোনো ব্যাংকই সম্পূর্ণ শরীয়তের রুলস মানেনা।
তাই ইসলামী ব্যাংকে টাকা রেখে মুদারাবা ভিত্তিতে প্রতি মাসে লভ্যাংশ ভোগ করা জায়েজ নেই।
,
বিস্তারিত জানুনঃ  

শরীয়তের বিধান অনুযায়ী সুদ স্পষ্ট হারাম।

কুরআনে কারীমে মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেন-

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا إِن كُنتُم مُّؤْمِنِينَ [٢:٢٧٨] 

হে ঈমানদারগণ,তোমরা আল্লাহকে ভয় কর এবং সুদের যে সমস্ত বকেয়া আছে,তা পরিত্যাগ কর,যদি তোমরা ঈমানদার হয়ে থাক। [সূরা বাকারা-২৭৮] 

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَأْكُلُوا الرِّبَا أَضْعَافًا مُّضَاعَفَةً ۖ وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ [٣:١٣٠] 

হে ঈমানদারগণ! তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেয়ো না। আর আল্লাহকে ভয় করতে থাক, যাতে তোমরা কল্যাণ অর্জন করতে পারো। [সুরা আলে ইমরান-১৩০] 

আরো জানুনঃ 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...