আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
190 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (4 points)
Assalamualaikum. I have maternal uncle who is needy. I want to pay zakat to build a house in his property as his current house is almost broken. But as this is rainy season, so the construction work can not be started. I want to deposit this money to my maternal aunt for another 5/6 months. When there is dry season we want to start construction work. As there is risk that my uncle might expend the money if I handover the money right now,so my aunt wants to keep this money to her as amanat till construction work starts. Will this whole procedure is right in context of Zakat?

1 Answer

0 votes
by (697,400 points)
বিসমিহি তা'আলা

জবাবঃ-

আপনার মামা যদি যাকাত গ্রহণের উপযোক্ত থাকেন,তথা যদি উনার নেসাব(৭.৫ভড়ি স্বর্ণ বা ৫২.৫ভড়ি রুপা) পরিমাণ ক্রমবর্ধমান মাল না থাকে,বা অক্রমবর্ধমান নেসাব পরিমাণ মাল থাকে,অন্যদিকে উনি প্রয়োজনগ্রস্থ,তাহলে উনি যাকাত গ্রহণ করতে পারবেন।

প্রয়োজনগ্রস্থ নিকটাত্মীয় কাউকে যাকাত প্রদান অনেক সওয়াবের বিষয়।এসম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন- ১৩৮৫।

সু্প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!

কোনো একক ব্যক্তিকে নেসাব পরিমাণ মালের মালিক বানিয়ে দেয়া মাকরুহ।তবে সে প্রয়োজনগ্রস্থ থাকলে এবং প্রয়োজন পূর্ণ হওয়ার পর তার নিকট ঐ মালের নেসাব পরিমাণ অবশিষ্ট না থাকলে,তাখন আর মাকরুহ হবে না।যেহেতু আপনি হাজতে আসলী তথা বাসস্থান বানিয়ে দিতে চাচ্ছেন।এবং বাড়ী নির্মাণের পর ঐ ব্যক্তির নিকট নেসাব পরিমাণ মাল ও থাকছে না।সে হিসেবে আপনি আপনার ঐ নিকটাত্মীয় কে যাকাতের টাকা দ্বারা ঘর নির্মাণ করে দিতে পারবেন।কেননা উনার ঘরের প্রয়োজন রয়েছে।ঘর বানিয়ে দেয়ার পূর্ব পর্যন্ত আপনার নিকট বা অন্যত্র ঐ টাকা রাখতে পারবেন।

আল্লাহ-ই ভালো জানেন।

উত্তর লিখনে

মুফতী ইমদাদুল হক

ইফতা বিভাগ, Iom.


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (4 points)
আসসালামুয়ালাইকুম। জাঝাকাল্লাহু খাইরান। আমার আরও কিছু জানার ছিল।।
(i) দয়া করে আমাকে এই কথাটি একটু ব্যাখ্যা করে জানাবেন। 'কোনো একক ব্যক্তিকে নেসাব পরিমাণ মালের মালিক বানিয়ে দেয়া মাকরুহ।তবে সে প্রয়োজনগ্রস্থ থাকলে এবং প্রয়োজন পূর্ণ হওয়ার পর তার নিকট ঐ মালের নেসাব পরিমাণ অবশিষ্ট না থাকলে,তাখন আর মাকরুহ হবে না।'
(ii)আমি জানি আমার মামা এর কিছু জমি আছে, কিন্তু সেই জমির মূল্য নিসাব পরিমান হবে কিনা আমি বলতে পারিনা বা সেটা আমার পক্ষে নির্ণয় করাও সম্ভব না। এর জমির মূল্য নিসাব পরিমান হলেও তার সংসার অনেক কষ্টে ছলে। এমন অবস্থা তে কি তাকে জাকাত দেয়া জাএজ?
(iii) আমার এর এক আত্মীয় আছে, যিনি accident করে কোমা তে আছেন কয়েক বছর। তার দুইটা বাচ্চা আছে। তার treatment এর খরচ চালাতে পরিবার ক হিমশিম খেতে হয়। কিন্তু তার বাবা মা এর ঢাকা তে বাড়ি আছে। সে বাড়ির মালিক ওই relative ও যিনি কোমা তে আছেন। এখান থেকে বাসা ভাড়া  আসে, কিন্তু treatment এর খরচ অনেক। এমতাবস্থাএ তাকে জাকাত এর অর্থ দেয়া কি জায়েজ আছে?
by (697,400 points)
১)জ্বী, এক্ষেত্রে মাকরুহ হবে না।
২)যেহেতু জমি অক্রমবর্ধমান সম্পত্তি,অন্যদিকে উনার প্রয়োজনও রয়েছে,তাই উনাকে যাকাত দেয়া যাবে।
৩)বাড়ী অক্রমবর্ধমান সম্পত্তি,অন্যদিকে চিকিৎসার জন্য উনার অনেক টাকার প্রয়োজন,তাই বুঝাগেল উনি প্রয়োজনগ্রস্থ, সুতরাং উনার জন্য যাকাত গ্রহণ জায়েয হবে।
by (4 points)
জাঝাকাল্লাহু খাইরান। আমি আপনাদের অন্যনা জাকাত বিষয়ে প্রশ্নের answer গুলো পরেছি। আমি কিছু বিষয়ে clear হলাম না। আপনাদের কথাই quote করলামঃ
i) কতটুকু সম্পদ থাকলে কাউকে ধনী বা যাকাতের অযোগ্য বিবেচনা করা হবে? আর কতটুকু না থাকলে যাকাতের যোগ্য বিবেচনা করা হবে?

সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হল নিম্নরূপ-
وَلَا يُشْتَرَطُ النَّمَاءُ إذْ هُوَ شَرْطُ وُجُوبِ الزَّكَاةِ لَا الْحِرْمَانِ كَذَا فِي الْكَافِي. وَيَجُوزُ دَفْعُهَا إلَى مَنْ يَمْلِكُ أَقَلَّ مِنْ النِّصَابِ، وَإِنْ كَانَ صَحِيحًا مُكْتَسَبًا كَذَا فِي الزَّاهِدِيِّ.
অর্থাৎ-
নেসাব পরিমাণ মাল(নামী তথা বাড়ন্ত হোক বা না হোক,শরীয়তে নামী মাল চার প্রকার যথা-স্বর্ণ,রূপা বা টাকা,ব্যবসার মাল,গবাদি পশু)
এর মালিক না হলে যাকাত খাওয়া যাবে যদি প্রয়োজন থাকে।তাই গায়রে নামী বা অবাড়ন্ত মালের নেসাব পরিমাণ কেউ মালিক হলে যদিও তার উপর যাকাত আসবে না তথাপিও সে যাকাতের মাল খেতে পারবে না।আর কোনো প্রকার মালই যদি কারো কাছে নেসাব পরিমাণ না থাকে তাহলে সে সুস্থ উপার্জন স্বক্ষম হওয়া সত্তেও তার জন্য যাকাতের মাল খাওয়া জায়েয আছে।(ফাতাওয়া হিন্দিয়া-১/১৮৯)

এক্ষেত্রে আমার মামা এর জমি এর বাজার মূল্য যদি নিসাব পরিমান হএ আমি যাকাত দিতে পারবো?

ii) https://ifatwa.info/1415/

'এখানে বলা হয়েছে -কোনো মানুষ অসুস্থতার ভিত্তিতে যাকাতের হকদার হতে পারবে না।বরং অসুস্থ ব্যক্তি যখন এমন হবে যার নেসাব পরিমাণ মাল নেই,তাহলে শুধুমাত্র সে ব্যক্তিই যাকাতের যোগ্য হবে।(কিতাবুন-নাওয়াযিল-৭/৫৮)
প্রশ্নে উল্লেখিত ব্যক্তির বাড়িঘর আছে,যা অবশ্যই নেসাব পরিমাণ হবে,তাই উনি যাকাত গ্রহণ করতে পারছেন না।অথচ উনার সাহায্যর প্রয়োজন।'
এই উত্তরের প্রেক্ষিতে আমার আত্মীয় এর বাড়ি আছে, যদি তা নিসাব পরিমান মূল্যর হয়ে থাকে তাহলেও যাকাত দিতে পারবো?
by (697,400 points)
এই জবাবটা দেখেন-
www.ifatwa.info/1461

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 132 views
0 votes
1 answer 102 views
...