কিছুদিন আগে আপনাদের সাইট থেকে জেনেছিলাম যে, কারো দৃষ্টির অগোচরে নাপাকি শরীরের সংস্পর্শে এলে এতে নামাজের কোনো ক্ষতি হবে না। এখন আমার প্রশ্ন হল, যদি কারো নাপাকি আমার দৃষ্টিতে ধরা পড়ে, কিন্তু যার কারণে এমন হচ্ছে, তিনি পাক পবিত্রতা সমন্ধে সচেতন নন কিংবা তাকে বার বার বললে লাভ হচ্ছে না, ঝামেলা করছেন....এ ক্ষেত্রে কি করার আছে?