আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
108 views
in পবিত্রতা (Purity) by (134 points)
edited by
আসসালামুআলাইকুম
https://ifatwa.info/27968/?show=27968#q27968 উল্লেখিত ফাতওয়া কি পুজ এর ক্ষেত্রেও একই হবে? মুখে ঘা হয়েছে । পুঁজ টিঃসু দিয়ে চেক করলে বুঝলাম কিন্তু আর কোথাও চিন্হ পাইনি প্রশ্নের মতোই সমস্যা হচ্ছে প্রায় কিছু। গড়িয়ে পড়ার মতো পরিমাণে না। একই হুকুমে হবে কি?

2. 1 দিরহাম এর চেয়ে কম পরিমাণ নাপাকী ও কি 3 বার করে ধুতে হবে নাকি একবার ধুইলেই হবে?

3. এক বা 2 ফোঁটা বা খুব সামান্য ছিতা নাপাকী লাগলেও কি 3 বার ধুতে হবে কাপড়? জানাবেন।

1 Answer

0 votes
by (678,880 points)
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 


(০১)
শরীয়তের বিধান হলো থুথুর সাথে যদি পুঁজের পরিমাণ বেশি হয় তাহলে অজু ভঙ্গ হয়ে যাবে।

 হাদিস শরিফে এসেছে,

عَنِ الْحَسَنِ فِي رَجُلٍ بَزَقَ فَرَأَى فِي بُزَاقِهِ دَمًا، أَنَّهُ لَمْ يَرَ ذَلِكَ شَيْئًا حَتَّى يَكُونَ دَمًا غَلِيظًا، يَعْنِي فِي الْبُزَاقِ

‘হাসান বসরী (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, কোনো ব্যক্তি যদি তার থুথুতে রক্ত দেখে তাহলে থুথুতে রক্তের পরিমাণ বেশি হওয়া পর্যন্ত তা কোনো সমস্যা করবে না।’ [মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদিস: ১৩৩০]

عَنْ إِبْرَاهِيمَ فِي الرَّجُلِ يَبْزُقُ فَيَكُونُ فِي بُزَاقِهِ الدَّمُ، قَالَ: إِذَا غَلَبَتِ الْحُمْرَةُ الْبَيَاضَ تَوَضَّأَ، وَإِذَا غَلَبَ الْبَيَاضُ الْحُمْرَةَ لَمْ يَتَوَضَّأْ

‘ইবরাহীম নাখয়ী (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, কোনো ব্যক্তি যদি থুথুতে রক্ত দেখে এবং রক্ত যদি থুথুর উপর প্রবল হয় তাহলে অজু করতে হবে। আর যদি থুথু রক্তের উপর প্রবল হয় তাহলে অজু করতে হবে না।’ [মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদিস: ১৩৩২]

ثم المراد بالخروج من السبيلين مجرد الظهور وفي غيرهما عين السيلان ولو بالقوة، لما قالوا: لو مسح الدم كلما خرج ولو تركه لسال نقض وإلا لا

যার সারমর্ম হলো  কেউ রক্তকে বের হওয়া মাত্রই যখমের মুখ থেকে মুছে নেয়,যদি উক্ত ছেড়ে দেয়া হত,তবে প্রবাহিত হত,এমন প্রকারের যখমের রক্তের কারণে অজু ভেঙ্গে যাবে।নতুবা অজু ভঙ্গ হবে না।
(ফাতাওয়ায়ে শামী ১/১৩৪)

বিস্তারিত জানুনঃ 

★প্রশ্নের বিবরন মতে এটি যেহেতু নিতান্তই কম,গড়িয়ে পড়ার মতো নয়।
সুতরাং আপনার অযু ভেঙ্গে যাবেনা। 

হ্যাঁ যদি এভাবে বের হতেই থাকে,তাহলে আপনি অযু ভেঙ্গে গিয়েছে ধরে নিবেন।

(০২)
তিনবার ধোয়া লাগবে।

(০৩)
এক্ষেত্রে এক দিরহামের কম হলে তো তাহা মাফ।
তবে সেটি ধোয়ার সময় অবশ্যই তিনবার ধোয়া লাগে।

যদি প্রবাহমান পানি যেমন, নদী, পুকুরে বা টেপের পানিতে এত বেশি করে ধোয়া হয়, যাতে নাপাকি দূর হওয়ার ব্যাপারে প্রবল ধারণা হয়ে যায় তাহলে তা পাক হয়ে যায়। 
তিন বার ধোয়া আবশ্যক হবেনা।

আরো জানুনঃ- 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...