আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
258 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (22 points)
আসসালামু'আলাইকুম।
পরিচিত একজন ৩,৪ বছর যাবত সিগারেট খায়।তিনি প্রতিদিন প্রায় ৭,৮টা সিগারেট খান।উনাকে সিগারেট ছাড়ার ব্যাপারে বলা হলে তিনি বলেন যে এটা তো হারাম না।।আর ছাড়তে গেলেও সময় লাগবে।।সিগারেট না খেলে সেদিন তিনি অধিক পরিমাণে চা খান।।

আমি যতটুকু জানি কোনো কিছু যদি নেশা হয়ে যায় তাহলে এটা তখন হারাম হয়ে যায়।। যেহেতু তিনি চাইলেও সিগারেট খাওয়া ছাড়তে পারছেন না তাহলে কি এটা নেশার পর্যায়ে পড়ছে?উনার জন্য কি সিগারেট খাওয়া হারাম হয়ে গেছে নাকি খেলে সমস্যা নেই??

1 Answer

0 votes
by (63,280 points)
edited by

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ

আল্লাহ তায়ালা বলেন-

وَأَنفِقُوا فِي سَبِيلِ اللَّهِ وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ ۛ وَأَحْسِنُوا ۛ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ

আর ব্যয় কর আল্লাহর পথেতবে নিজের জীবনকে ধ্বংসের সম্মুখীন করো না। আর মানুষের প্রতি অনুগ্রহ কর। আল্লাহ অনুগ্রহকারীদেরকে ভালবাসেন। (সূরা বাকারাআয়াত ১৯৫)

তিনি আরো বলেন-

فَكُلُوا مِمَّا غَنِمْتُمْ حَلَالًا طَيِّبًا ۚ وَاتَّقُوا اللَّهَ ۚ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ

সুতরাং তোমরা খাও গনীমত হিসাবে তোমরা যে পরিচ্ছন্ন ও হালাল বস্তু অর্জন করেছ তা থেকে। আর আল্লাহকে ভয় করতে থাক। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীলমেহেরবান। [সূরা আনফাল-৬৯]

তিনি অন্যত্র বলেন-

كُلُوا وَاشْرَبُوا مِن رِّزْقِ اللَّهِ وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ

আল্লাহর দেয়া রিযিক খাওপান কর আর দুনিয়ার বুকে দাঙ্গা-হাঙ্গামা করে বেড়িও না। [সূরা বাকারা-৬০]


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!


১. সিগারেট খেলে ডাক্তারি মতে শারীরিক ক্ষতি হয়। ফুসফুস নষ্ট হয়ে যাওয়ারও আশংকা রয়েছে। তাই যথাসম্ভব এ থেকেও বিরত থাকা উচিত। তবে যদি কারোর ক্ষেত্রে নিশ্চিতভাবে ক্ষতিকর প্রমাণিত হলে তার জন্য তা খাওয়া নাজায়েয হবে।

 

২. যদি তার ক্ষেত্রে ধুমপান নিশ্চিতভাবে ক্ষতিকর প্রমাণিত হয় তাহলে তার জন্য তা খাওয়া নাজায়েয হবে। অন্যথায় নাজায়েজ বলা যাবে না। তবে অনুচিৎ হবে।

 

৩. কোনো কিছু খাওয়া নেশা হয়ে গেলেই তা নাজায়েজ হয়ে যায় না। যেমন অনেকের পান, চা খাওয়া নেশা হয়ে গিয়েছে। তাই বলে তা খাওয়া নাজায়েজ বলা হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী আব্দুল ওয়াহিদ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)
by (22 points)
আসসালামু'আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।

উস্তাদ এই ব্যাপারে ফতোয়া কি হবে সেটা জানাটা খুবই জরুরি ছিল।।
দয়া করে যদি উত্তরটা জানাতেন।

জাযাকাল্লাহু খইরান

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...