আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
76 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (20 points)
১. অসুস্থতার কারণে কোনো মেয়ের চুল অস্বাভাবিক ভাবে পড়ে গেলে এবং মাথায় টাক দেখা যাচ্ছে এমন হলে কি তার জন্য চুল ফেলে দেয়া জায়েজ হবে? যাতে পরবর্তীতে যত্ন করা যায়।
২। বিতরের সালাত শেষ রাতে পড়তে গিয়ে এপ অনুযায়ী শেষ সময় থেকে এক মিনিট বেশি হয়ে গিয়েছে। এপে শেষ সময় ছিল ৫.০১। সালাম ফিরানোর পর ৫.০২ বাজে দেখেছি। বিতরের সালাত কি পুনরায় আদায় করতে হবে?
৩। কোনো ওয়াক্তের সালাত আদায় করা অবস্থায় যদি দেখা যায় ওয়াক্ত শেষ হয়ে গিয়েছে তাহলে কি সেই সালাত আবারও আদায় করে নিতে হবে?।

1 Answer

0 votes
by (678,880 points)
edited by
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-


(০১)
মেয়েদের লম্বা রাখতে হবে,শরয়ী নীতিমালার বাহিরে কেটে ছোট করা যাবেনা।  
মেয়েদের জন্য চুল মুণ্ডন করা বা কেটে ছেলেদের মতো করে ফেলা নিষেধ। আবার এতো বড় রাখা উচিত নয় যে, গোছলের সময় পানি পৌঁছানো কষ্টকর হয়। বরং পিঠ বা কোমর পর্যন্ত রাখা ভালো। সেমতে কোমরের নিচের অংশ কেটে ফেলা জায়েয হবে। অবশ্য না কাটলেও কোনো সমস্যা নেই।

হাদীস শরীফে এসেছেঃ  

حديث أبي سلمة بن عبد الرحمن رحمه الله قال : ( كَانَ أَزْوَاجُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْخُذْنَ مِنْ رُءُوسِهِنَّ حَتَّى تَكُونَ كَالْوَفْرَةِ ) رواه مسلم (320) .
সারমর্মঃ
রাসুলুল্লাহ সাঃ এর স্ত্রী দের কেহ তাদের চুল কেটেছেন ওফরাহ পর্যন্ত।
  
★মহিলাদের জন্য একেবারে মুন্ডানো,বা ছেলেদের মতো করে রাখা জায়েজ নেই।

ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত হাদীসে এসেছে,

أَنَّ النَّبِيَّ ﷺ لَعَنَ الْمُخَنَّثِينَ مِنْ الرِّجَالِ، وَالْمُتَرَجِّلَاتِ مِنْ النِّسَاءِ ، وَقَالَ: أَخْرِجُوهُمْ مِنْ بُيُوتِكُمْ

রাসূলুল্লাহ ﷺ ওই পুরুষদের লানত করেছেন, যারা মহিলাদের সাদৃশ্য গ্রহণ করে। এবং ওই মহিলাদের লানত করেছেন, যারা পুরুষদের সাদৃশ্য অবলম্বন করে৷ এবং তিনি আরও বলেন, তাদেরকে তোমাদের ঘর থেকে বের করে দাও। (বুখারী ৫৮৮৫)

মহিলাদের চুলের ক্ষেত্রে শরীয়তের মৌলিক নীতিমালা সম্পর্কে বিস্তারিত জানুনঃ  

★★প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে এভাবে সমস্ত চুল ফেলে দেওয়া শরীয়ত সমর্থন করেনা।
হ্যাঁ যদি এটি মারাত্মক আকার ধারন করে,আর কোনো অভিজ্ঞ ডাক্তার/বিশেষজ্ঞ যদি বলে যে এ ছুরতে সমস্ত চুল ফেলে দেওয়াই আপনার জন্য একমাত্র করনীয়, এর দ্বারা চুল স্বাভাবিক হয়ে যাবে, তাহলে এক্ষেত্রে সেই ডাক্তারের পরামর্শ মেনে স্বামীকে সন্তুষ্ট করার নিয়তে  চিকিৎসার লক্ষ্যে এমনটি করা যেতে পারে।

(০২)
হ্যাঁ, যদি নির্ভরযোগ্য epp এর মাধ্যমে এটি জানা যায়,তাহলে উক্ত সালাত পুনরায় কাজা করে নেওয়াই উচিত।    

(০৩)
হ্যাঁ, সালাত আদায়ের মাঝে সেই সালাতের ওয়াক্ত চলে গেলে সেই সালাতের কাজা আদায় করতে হবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 219 views
...