আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
166 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (3 points)
আসসালামু আলাইকুম
১) ঋনগ্রস্থ ব্যাক্তি যাকাত নিতে পারবে তা একটি ইসলামি আলোচনায় শুনেছি , যদিও তার অনেক সম্পদ থাকে কিন্তু সে সম্পদ নিয়ে পারিবারিক মামলা চলে বা তার নামে এখনো না হয়ে থাকে তবুও যাকাত নিতে পারবে। কিন্তু ঋণগ্রস্থ মানুষের যদি ১৪-১৫ গ্রেডের সরকারি চাকুরি হয়, ঋণের এবং ব্যাংক লোনের টাকা দিয়ে প্রতিমাসে সংসার চলছেনা, সংসার চালাতেও  ঋণ করা লাগছে ,এত অধিক ঋণ তার। আবার  চাকুরি ছেড়ে দিলে যে টাকা পেনশন পাবে তা দিয়ে কাটায় কাটায় ঋণশোধ করে সংসার চালানোর মতো কোন আয় থাকবেনা। সেক্ষেত্রে সে কি করবে?
পাওনাদারের প্রেশার অনেক বেশি। মৃত বাবার ঋণ, বাবার অসুস্থতার সময়ের ঋন, পরবর্তীতে বোনের বিবাহ দিতে গিয়ে ঋণ এবং সংসারের খরচ সব মিলিয়ে সে এখন দিশেহারা।  এমন অবস্থায় সে কি যাকাত নিতে পারবে?
২) যাকাত দাতাকে যাকাত গ্রহীতার নাম না জানিয়ে কি যাকাত নিয়ে দেয়া যাবে? বর্তমান ফিতনাময় দুনিয়ায় গ্রহীতার নাম উন্মোচন করলে সামাজিকভাবে হেয় হতে হবে।

1 Answer

0 votes
by (712,400 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
পিতা-পুত্র, স্বামী-স্ত্রী সম্পর্ক ব্যতীত যাকাতের হক্বদার যে কোন আত্মীয়কে যাকাত দেয়া যাবে।
ফাতাওয়ায়ে মাহমুদিয়্যা-৯/৫৩৮

যাকাতের হকদার কে?কে কে যাকাত খেতে পারবে?
এসম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলেন,
إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاء وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي سَبِيلِ اللّهِ وَابْنِ السَّبِيلِ فَرِيضَةً مِّنَ اللّهِ وَاللّهُ عَلِيمٌ حَكِيمٌ
যাকাত হল কেবল (১)ফকির, (২)মিসকীন, (৩)যাকাত উসূলকারী ও (৪)যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন তাদের হক (৫)এবং তা দাস-মুক্তির জন্যে ও (৬)ঋণগ্রস্তদের জন্য, (৭)আল্লাহর পথে জেহাদকারীদের জন্যে এবং(৮) মুসাফিরদের জন্যে, এই হল আল্লাহর নির্ধারিত বিধান। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।
সূরা আত-তাওবাহ-৬০

উপরোক্ত খাত সমূহের সবকয়টিতে অভাব-অনটন লক্ষণীয়-
অর্থাৎ যাদের নিকট মাল নেই মূলত তারাই যাকাত খেতে পারবে।


ঋণগ্রস্থ সরকারী চাকুরীজীবিও যাকাত গ্রহণ করতে পারবে।

(২)
যাকাত দাতাকে যাকাত গ্রহীতার নাম না জানিয়ে  যাকাত নিয়ে দেয়া যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...