উচ্চশিক্ষার জন্য মেয়েদের একা সফর জায়েজ না।
কিন্তু যদি উচ্চশিক্ষার স্থল হতে বাড়ি ফেরার সময় মাহরাম পাওয়া না গেলে তখন ও কি গুনাহ হবে?
আমার আব্বুর ইদের আগের দিন বাদে ছুটি হয় না,এদিকে ২৪ রমজানের দিকে হল বন্ধ হয়ে যাবে। আর ইদের আগের দিন অনেক ভীড় হয় যার মধ্যে আমি মেয়ে মানুষ হিসেবে যাওয়া খুবই কষ্টকর।
আর দুই মামার মধ্যে এক মামা ইদে আসবে না, আরেক মামা অসুস্থ, শরীর ব্যথা অনেকদিন ধরে, রোজা রেখে আমার জন্য আসা যাওয়া দুইটাই জুলুম হয়ে যাবে তার উপর।
আর চাচাদের মধ্যে কেউ ঢ়াকায় থাকে না, আমাকে কেউ নিতে আসবে এমন পরিস্থিতি নাই।
নানা অসুস্থ।
আমার কোনো ভাই নেই,
আর কোনো মাহরাম নেই।
এখন আমার উপায় কী?