আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
152 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (5 points)
১. বাবা-মা কি বাচ্চাদের (বয়স ২-৩ বছর) টাকা ব্যবহার করে পরে ফেরত দিতে পারবে? আমি যদি সোনার বার কিনি এবং দাম বেশি হলে পরে বিক্রি করি। এটা কি গ্রহণযোগ্য? আমি কি আমার বাচ্চার টাকা এর জন্য ব্যবহারকরতে পারি? এবং profit কি তার জন্য রাখতে পারি বা আমি নিজে রাখতে পারি?

২ আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কয়েক লক্ষ টাকা আছে এবং আমি একটি জমি কিনতে এটি ব্যবহার করতে চাই৷ কারণ টাকা রাখলে নষ্ট হয়ে যাবে।কিন্তু টাকা খুব বেশি নেই একটা ভালো জমি কেনার জন্য।  সুতরাং, আমি কেবল একটি ছোট সস্তা জমি কিনতে পারি। আমি যদি জমি ক্রয় করিএই ভেবে যে, পরে বিক্রি করব অন্য জায়গায় ফ্ল্যাট কেনার জন্য, তাহলে এই জমিতে কি যাকাত আসবে? এটা কি "ব্যবসার নিয়তে কেনা" বলেবিবেচিত হবে?


৩ যদি এই জমিতে যাকাত হয়, তাহলে প্রতি বছর যাকাত অনেক বেশি হবে যা আমার জন্য আদায় করা কঠিন হবে। সেক্ষেত্রে আমি কিভাবে এইটাকা দিয়ে জমি কিনতে পারি  যেখানে যাকাত আসবেনা, আবার টাকা ও save থাকবে? কিভাবে নিয়ত করব? ব্যাঙ্ক এ রাখতে চাই না কারন সুদআসবে| Please guide me. আমি সুদ খেতে চাই না, যাকাত আদায় করতে চাই correctly আবার টাকা ও save রাখতে চাই.
৪ আমি একটি ফেসবুক পেজে কয়েকবার সাদাকা ও যাকাত দিয়েছি যারা দরিদ্র রোগীদের চিকিৎসা করে। তারপর থেকে তারা প্রায় প্রতি মাসেআমার কাছে টাকা চায়। আমি তাদের বলেছিলাম যে আমি তাদের পেজ ফলো করি। তাই, আমি নিজেই পাঠাব, তবুও তারা একই কাজ করছে যাআমি পছন্দ করি না| তারা যে পরিমাণ চায় তাও কম নয়| এখন, কখনও কখনও আমি অন্য জায়গায় বা আমার আত্মীয়দের যাদের সত্যিইঅর্থের প্রয়োজন তাদের দান করতে চাই। কিন্তু ফেসবুক পেজ আমার কাছে চাইলে আমি মানা করতে পারি না। আমি ভয় পাই যে আল্লাহআমাকে শাস্তি দেবেন যদি আমি এখানে দান না করি কারণ তারা আমার কাছে চেয়েছিল । আমি দেই কিন্তু মন থেকে দিতে পারি না | এখানেআমার কতখানি সওয়াব হয় জানি না| এখন আমার প্রশ্ন হল, তারা আমার কাছে চাইলে যদি আমি তাদের না দেই, তাহলে কি আমি আল্লাহরকাছে শাস্তি পাব?

1 Answer

0 votes
by (678,880 points)
জবাব
বিসমিল্লাহির রহমানির রহিম


(০১)
হাদীস শরীফে এসেছেঃ
  
قال جابر بن عبد الله رضي الله عنه : ” يَأْخُذُ الْأَبُ وَالْأُمُّ مِنْ مَالِ وَلَدِهِمَا بِغَيْرِ إذْنِهِ ، وَلَا يَأْخُذُ الِابْنُ وَالِابْنَةُ مِنْ مَالِ أَبَوَيْهِمَا بِغَيْرِ إذْنِهِمَا ” رواه ابن حزم في “المحلى” (6/ 385) ، وصححه.

জাবের রা. বলেন, “বাবা ও মা তাদের সন্তানের সম্পদ তার অনুমতি ছাড়াই নিতে পারে। কিন্তু ছেলে বা মেয়ে পিতামাতার সম্পদ তাদের অনুমতি ছাড়া নিতে পারবে না।” [আল মুহাল্লা ৬/৩৪৫]

বিস্তারিত জানুনঃ  

প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন, 
বাবা-মা বাচ্চাদের (বয়স ২-৩ বছর) টাকা ব্যবহার করে পরে ফেরত দিতে পারবে।

আপনি যদি সোনার বার ক্রয় করেন  এবং দাম বেশি হলে পরে বিক্রি করেন। এটা যদি আপনি বাবা হোন,তাহলে তাহা গ্রহণযোগ্য।

এক্ষেত্রে profit  তার জন্য রাখতে পারবেন বা আপনি নিজে রাখতে পারবেন।

(০২)
জমির যাকাত সংক্রান্ত নিম্নে আলোচনা করা হল :

(ক) জমি যদি বসবাস অথবা চাষাবাদের কাজে ব্যবহৃত হয় তাহলে সেই জমির কোন যাকাত আদায় করতে হবে না। বরং উক্ত জমি থেকে যে শস্য উৎপাদিত হবে তা নিছাব পরিমাণ হলে ওশরি জমিন হলে তার ওশর আদায় করতে হবে।

(খ) উক্ত জমি ভাড়ায় খাটানো হলে অথবা ভাড়া দেওয়ার উদ্দেশ্যে বিল্ডিং তৈরী করা হলে সেই জমির কোন যাকাত আদায় করতে হবে না। বরং তা থেকে অর্জিত নিছাব পরিমাণ অর্থ এক বছর অতিক্রম করলে শতকরা ২.৫০ টাকা হারে যাকাত দিতে হবে।

(গ) ব্যবসার উদ্দেশ্যে জমি ক্রয় করলে (সরাসরি উক্ত জমি বিক্রয় করে লাভ করার উদ্দেশ্য থাকলে) এবং তা এক বছর অতিক্রম করলে সেই জমির বর্তমান বিক্রয়মূল্য হিসাব করে শতকরা ২.৫০ টাকা হারে যাকাত দিতে হবে।

প্রশ্নে উল্লেখিত জমিতে আপনার যেহেতু চাষাবাদের নিয়ত নেই।
বরং সরাসরি উক্ত জমি বিক্রয় করে লাভবান হয়ে ফ্লাট ক্রয়ের নিয়ত থাকায় এটি ব্যবসার নিয়তে ক্রয় বলা হবে।
বছর পূর্ণ হলে যাকাত আসবে।
 
(০৩)
আপনি জমি চাষাবাদ বা বর্গা দেয়ার নিয়তে ক্রয় করবেন।
তাহলে আর জমির উপর যাকাত আসবেনা।

(০৪)
না,এর কারনে আপনি শাস্তি পাবেননা।
আপনি নিশ্চিত থাকুন। 
,
আপনার উপর যাকাত ফরজ হলে আপনি যেখানে ইচ্ছা, গরিব মিসকিনকে তাহা দিতে পারেন।

আত্মীয় স্বজনদের মধ্যে যারা গরিব,তাদেরকে সেই যাকাতের টাকা দিলে ছওয়াব আরো বেশি হবে।   


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 212 views
0 votes
1 answer 41 views
0 votes
1 answer 91 views
0 votes
1 answer 108 views
+3 votes
1 answer 162 views
0 votes
1 answer 114 views
0 votes
1 answer 93 views
...