রোগের বিষয়ে জানানোর পর আর বিয়ে করে না,তখন কি করা উচিত? এমনও দেখেছি বছরের পর বছর ধৈর্য ধরে আছে এই রোগ নিয়ে, আর সত্য জানালে পরে আর বিয়েতে এগোয় না ছেলেপক্ষ। মেয়েদের ক্ষেত্রে পরিবার তখন বাধ্য করায় রোগের বিষয় লুকিয়ে রাখতে,কারন তাদের মেয়েকে আর কত বা বয়স পর্যন্ত ঘরে রাখবে,বয়স তো থেমে থাকে না।কি করা উচিত আসলে তখন সেই সিচুয়েশনে?