আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
83 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (2 points)
আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটা আকারে একটু বড় হবে তার জন্য দু:খিত।কিন্তু এটা নিয়ে আমি খুবই পেরেশানির মধ্যে আছি এবং আমি নতুন ত্বলিবে ইল্ম আমি চাই না ইল্ম থেকে মাহরূম হয়ে যেতে আমাকে সাহায্য করুন ইন শা আল্লাহ।
আমার পিতা তার কর্মজীবনের শুরুতে তিনি মুটে বা কুলি ছিলেন। এখান থেকে প্রাপ্ত অর্থ নিয়ে তিনি স্বর্ণ এবং হেরোইনের অবৈধ ব্যবসা শুরু করেন (আল্লাহ তাকে ক্ষমা করুন)তার নিয়ত ছিলো তিনি এখান থেকে স্বচ্ছল হওয়ার মতো অর্থ উপার্জন করবেন এবং সেই মূলধন দিয়ে হালাল কোনো ব্যবসা শুরু করবেন। আমার মাকে বিয়ে করার পর ২০০০ সালের দিকে তিনি হারাম পথ ছেড়ে দেন এবং সেই মূলধন থেকে তিনি একটি দোকান দেন মটর পার্টেস, একটা মার্কেট, এবং তিনটা বসত ভিটার জমি কিনেন বাংলাদেশে। তিনি মূলত ইন্ডিয়ান নাগরিক। বিয়ে করে বাংলাদেশে চলে আসেন। এছাড়াও হারাম ইনকামের কেনা অনেক জমি জায়গা ইন্ডিয়াতে আছে যার হিসাব আমার জানা নেই। অত:পর তিনি এই দোকানের পিছনেই শ্রম দেন এবং মার্কেটের ভাড়া দিয়ে সংসার চালাতে থাকেন। দোকান থেকে যে ভাড়া আসতো এবং সেই হারাম উপার্জনের কেনা গহনা দিয়ে মার্কেট দুই তলা থেকে তিন তলা এবং অত:পর দোকানের ভাড়া দিয়েই চার তলা করা। এখন আমাদের সংসার চলে মার্কেট এবং দোকান ভাড়া থেকে। উনি এখন আর কিছু করেন না। খুব অল্প বয়সেই হৃদরোগে আক্রান্ত হোন যার কারণে কঠোর পরিশ্রম তিনি করতে পারেন না। বর্তমানে তার ইনকাম আনুমানি ৮০ হাজার। এর কম বেশি হতে পারে আমি সঠিক বলতে পারবো না। আমরা স্বচ্ছল পরিবার এবং সমাজে সম্মানীয় পর্যায়ে আছি। জীবনের প্রথম দিকে তিনি বুঝতেন না কিন্তু এখন হালাল হারাম এগুলো নিয়ে বুঝেন তওবা করেন।
এখন আমার প্রশ্ন হলো তার বর্তমান যে ইনকাম এগুলো কি হালাল হবে নাকি হারাম হবে? যদি হারাম হয় তাহলে তার করণীয় কি?
আমি একজন ত্বলিবা আমার ভরণপোষণ তিনিই বহন করেন আমার বয়স ১৮। তার ইনকাম হারাম হলে এ মুহুর্তে আমার এবং আমার পরিবারের মহিলা সদস্যদের করণীয় কি?

অনেক বড় প্রশ্ন লিখে ফেলেছি দু:খিত। আশা করি উত্তরটা জানাবেন।
জাঝাকাল্লাহু খইর

1 Answer

0 votes
by (712,400 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ফাতাওয়া শামীতে বর্ণিত আছে,
ﻭﻟﻮ ﺁﺟﺮ ﻧﻔﺴﻪ ﻟﻴﻌﻤﻞ ﻓﻲ ﺍﻟﻜﻨﻴﺴﺔ ﻭﻳﻌﻤﺮﻫﺎ ﻻ ﺑﺄﺱ ﺑﻪ ﻷﻧﻪ ﻻ ﻣﻌﺼﻴﺔ ﻓﻲ ﻋﻴﻦ ﺍﻟﻌﻤﻞ
যদি কেউ কোনো গির্জায় শ্রমিক হিসেবে কাজ করে,অথবা টাকার বিনিময়ে গির্জা নির্মাণ করে দেয়, তাহলে এতে তার কোনো গুনাহ হবে না। কেননা এখানে মূল কাজে কোনো গুনাহ নাই।
(ﺭﺩ ﺍﻟﻤﺤﺘﺎﺭ ﻋﻠﻰ ﺍﻟﺪﺭ ﺍﻟﻤﺨﺘﺎﺭ٦\٣٩٢ » ﻛﺘﺎﺏ ﺍﻟﺤﻈﺮ ﻭﺍﻹﺑﺎﺣﺔ » ﻓﺼﻞ ﻓﻲ ﺍﻟﺒﻴﻊ)
(রদ্দুল মুহতার,৬/৩৯২)
وصح بيع غير الخمر و مفاده صحة بيع الحشيشة الخ
মদ ব্যতীত অন্যান্য নেশদ্রব্য বিক্রি করা বৈধ,সারমর্ম হলঃহাশীশ(একপ্রকার তামাক দ্রব্য) বিক্রিও বৈধ।(রদ্দুল মুহতার,৬/৪৫৪)

এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1110

Fatwa ID: 982-1001/Sd=1/1438
 منشیات، مثلا: چرس، ہیروہین وغیرہ کا کاروبار کرنا شرعا مکروہ ہے خواہ کسی بھی نیت سے کیا جائے اور اس کاروبار سے حاصل شدہ منافع پاکیزہ نہیں ہیں۔ وصح بیع غیر الخمر أي عندہ خلافًا لہما في البیع والضمان لکن الفتویٰ علی قولہ في البیع، ثم إن البیع وإن صح لکنہ یکرہ کما في الغایة۔ (شامي: ۱۰/۳۵ زکریا)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার বাবা চোরাইভাবে স্বর্ণ ক্রয় বিক্রয় এবং হেরোইন ক্রয় বিক্রয় করেছেন।কাজ নাজায়েয ছিলো,এজন্য উনার তাওবাহ প্রয়োজন। তবে যেহেতু অন্যায়ভাবে কারো মালকে আত্মসাৎ করেননি বা মদ বা শুকুর বিক্রয় করেননি, তাই আপনার বাবা জমাকৃত সম্পদ হারাম হবে না। হ্যা, নেশা জাতীয় বস্তুর বিক্রয় মূল্য গ্রহণ জায়েয হলেও সেটা অবশ্যই অনুত্তম।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (2 points)
অনেক অনেক জাঝাকাল্লাহু খইর উস্তায।আমি বিষয়টা নিয়ে অনেক পেরেশান ছিলাম।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...