০১.সেহেরীর সময় আমার হাতে মোবাইল ছিলো। আমি সময় দেখছিলাম যে আর কতক্ষণ আছে। তো কয়েক সেকেন্ড বাকি তখন আব্বু গ্লাস থেকে পানি নেয় মুখে। আমি বলি যে আর খেয়ো না (তখনও কয়েক সেকেন্ড বাকি, কিন্তু সতর্কতা বশতঃ..)
তো আব্বু কিছু ক্ষণ থেমে পানিটা যখন গিলে তখন ০০:০১ সময় বাকি আছে দেখায়। আর গেলার সাথে সাথেই সময় শেষ হয়ে যায়, এরপর সাইরেন বাজে ফোনে। এখন এটা মনে হচ্ছে আমার কারণেই..
এখন পানি পেটে যেতে যেতে কি সময় শেষ হয়ে গেছে বলে ধরা হবে?
এখন কি এটা আবার কাযা রাখতে হবে? পুরুষদের জন্য যারা বাইরে কাজ করে , তাদের জন্য তো একটু কষ্টকর যে রোজার বাইরেও আবার কাযা রাখা। যদিও আলহামদুলিল্লাহ ছয় রোজা রাখে। এখন এতে তো আমিও গুনাহ গার হবো?..
রোজা টা কি কাযা করতে হবে?
০২. ওয়াস ওয়াসা, ওসিডি থেকে বাঁচার জন্য পরামর্শ চাই।
দেখা যায় আমার নিজের সমস্যার জন্য আসে পাশের মানুষ/ পরিবারের খতি হয়।
সোশিও ফোবিয়া/ সামাজিক ভীতি কি এই ওয়াস ওয়াসা থেকে হতে পারে?
সার্বিক পরামর্শ কামনা।