আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
154 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (23 points)
edited by
আসসালামু'আলাইকুম, একটি ওয়েবসাইট আছে যেটা কাজ করতে হয় টাইপিং আর ক্লিক এর মাধ্যমে। কাজ গুলো হলো স্ক্রিনে কিছু অক্ষর বা নম্বর দেখাবে, সেটা দেখে খালি বক্স এ টাইপ করে সাবমিট করে দিতে হয়। এরপর সঠিক ভাবে টাইপ করলে একাউন্ট এ কিছু পয়সা জমা আর ভুল টাইপ করলে ওয়ার্নিং দেওয়া যে ভুল হইসে এবং সংশোধন করার সুযোগ দিয়ে থাকে।
এর ভিতরে কিছু এলোমেলো ছবি ও দেওয়া হয়, সে ছবি ছক্কার আকারে এবং বাহিরের বস্তুর আকারে দেওয়া হয়, অনেকটা puzzle এর মতো, সেগুলো সঠিকভাবে মিলাইতে পারলে, একাউন্ট এ কিছু পয়সা জমা হয়।
ওয়েবসাইটটির নাম হল 2captcha.com. বিস্তারিত সে ওয়েবসাইট এ গিয়ে ও যাচাই করে নিতে পারবেন।

এখন এ ওয়েবসাইট এ কাজ করা কি জায়েজ নাকি নাজায়েজ, সেটা জানার জন্য এ প্রশ্ন টা করা।

1 Answer

0 votes
by (712,600 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ফ্রিল্যান্সিং এর মাধ্যমে যদি আপনি শুধুমাত্র হালাল ও বৈধ কাজ করেন। কোনো প্রকার অবৈধ বা হারাম কাজ করা জায়েয হবে না।
যেমন, মদ বিক্রিতে সহায়তা করা, সুদের কাজে সহায়তা করা।এসব কাজ করা যাবে না।এগুলো বৈধ হবে না।
ফ্রিল্যান্সিং করার সময় অবশ্যই কাজের বিনিময়কে সুস্পষ্ট রাখতে হবে।সু-নির্দিষ্ট করে কাজের বিনিময় নির্ধারিত থাকতে হবে।
حدثنا الحسن بن علي الخلال حدثنا أبو عامر العقدي حدثنا كثير بن عبد الله بن عمرو بن عوف المزني عن أبيه عن جده أن رسول الله صلى الله عليه وسلم قال الصلح جائز بين المسلمين إلا صلحا حرم حلالا أو أحل حراما والمسلمون على شروطهم إلا شرطا حرم حلالا أو أحل حراما قال أبو عيسى هذا حديث حسن صحيح
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মুসলমানদের একে অপরের সাথে সন্ধি স্থাপন করা জায়িয। কিন্তু বৈধকে অবৈধ অথবা অবৈধকে বৈধ করার মত সন্ধি চুক্তি জায়িয নেই। মুসলমানগণ তাদের একে অপরের মধ্যে স্থিরকৃত শর্তাবলী মেনে চলতে বাধ্য। কিন্তু হালালকে হারাম অথবা হারামকে হালাল করার মত শর্ত বৈধ নয় (তা বাতিল বলে গণ্য হবে)।(জা'মে তিরমিযি-১৩৫২, পৃষ্টা-৪৮৭, সুনানু ইবনু মা'জাহ-২৩৫৩)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার বর্ণিত 2captcha.com ওয়েবসাইটে প্রাথমিকভাবে ঘুরে দেখেছি, এখানে প্রাণীর কোনো ছবি দেখিনি, সুতরাং এটাতে কাজ করা আপনার জন্য জায়েয হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (712,600 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।
by (23 points)
Jazak Allahu Khair

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...