আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
237 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (9 points)
السلام عليكم ورحمه الله وبركاته.

দয়া করে এত বড় প্রশ্ন দেখে বিরক্ত হবেন না।


১)আজ থেকে প্রায় ১.৫ থেকে ২ বছর আগের কথা।একজন ছেলে ছিল,তার একদমই নতুন একটি ইউটিউব চ্যানেল ছিল।সেখানে তেমন কোনো সাবস্ক্রাইব না থাকায় সে অনলাইনের মাধ্যমে সাবস্ক্রাইব ক্রয় করার কথা চিন্তা করে।এরপর সে কয়েকজন বিক্রেতার সাথে অনলাইনেই কথা বলে।ছেলেটি তাদের কাজের প্রুভ হিসেবে তাদেরকে বলে যে আপনারা আমাকে কিছু করে সাবস্ক্রাইব দিন(তবে সেটার চুক্তিতে এমন ছিল না যে সেটার জন্য পরে টাকা দেয়া লাগবে না।)।সেখানে প্রত্যেক সাবস্ক্রাইব এর রেট ছিল ২/৩ টাকা করে।সেই ছেলেটি সাবস্ক্রাইব নেওয়ার পর তাদের ব্লক করে দেয়।আর কিছুদিন পর সে তার নিজের অ্যাকাউন্টও(তার একাউন্টটি ফ্যাক ছিল) ডিলেট করে দেয়।আর বিক্রেতাদের একাউন্টও ফ্যাক ছিল। যার ফলে তাদের সম্পর্কে কোন তথ্য নেওয়া সম্ভব হয়নি। সেই ছেলেটি এভাবে মানুষকে ঠকিয়ে প্রায় ১৫০ / ২০০‌ সাবস্ক্রাইব অর্জন করে। কিন্তু তাদের বিল না দেওয়ায় অনেকেই কিছু সাবস্ক্রাইব করে তুলে নেন।আর কিছু সাবস্ক্রাইব থেকে যায়।সেই হিসেব করে তাদের প্রায় ২০০ × ৩ = ৬০০ টাকা বিল হয়।যখন সে এরকম কাজ করেছিল তখন তার বয়স হয়েছিল ১৪/১৫ বছর। আর তার বাকি থাকা সেই সাবস্ক্রাইবগুলো কোন কাজে আসে না সেগুলোর দ্বারা কোন ভিউ হয় না কোন কাজে আসে না সেগুলো। কিছুদিন পর সে তার চ্যানেলটিও নষ্ট করে ফেলে।


এখন প্রশ্ন হল কোনভাবেই সেই ব্যক্তির সাক্ষাৎ পাওয়া তার পক্ষে সম্ভব না। যেহেতু সেটা অনলাইন জগত ছিল। তাহলে কি করে পাপ থেকে মুক্তি পাব?


২) আবার সেই ছেলেটি অনলাইনে একজনের সাথে একটা কাজ শিখার জন্য ২০০/৩০০ টাকার চুক্তি করে।সেই কাজটি ছিল,কি করে ওয়েবসাইট থেকে সাবস্ক্রাইব কেনা যায়। কিন্তু সেই ব্যক্তি কাজটি অসমাপ্ত রেখেই তার কাছে টাকা চায়। ছেলেটি টাকা দিতে অস্বীকার করে।আর পরবর্তীতে তাকে কোনো টাকাই আর দেয় না।ওই ব্যক্তি এবং ছেলেটির একাউন্ট দুটুই ফ্যাক ছিল।তবে ছেলেটি ওই কাজ সেখার মাধ্যমে কোন লাভবান হয় না।এখন সেই টাকা না দেওয়ার কারণে কি পাপ হবে?

আর পাপ সেই পাপ থেকে মুক্তির উপায় কি?সেই ব্যক্তির সাথে যোগাযোগ করার কোন ব্যবস্থা বর্তমানে নেই।


৩)সেই ছেলেটিই আবার কয়েকজনকে ইনকামের আশ্বাস দিয়ে তাদের নিয়ে একটি কাজ শুরু করে। কিন্তু সেটা তার মজা ছিল। সে মূলত কোন কাজই করায় নিচ্ছিল না।সে তাদের সাথে মজা করার জন্যই এমনটা করে। কিছুদিন পর সে তার একাউন্ট ডিএকটিভ করে।তারপর কিছুদিন পর এক্টিভ করে।তারপর তাদের বলে, " কেমন লাগলো, কেমন দিলাম " সহ বিভিন্ন কথা ।এর মাধ্যমে তারা হয়ত কষ্ট পেয়েছে।এখন তাদের সাথে সাক্ষাৎ করার কোন উপায় নেই।এখন ক্ষমা পাওয়ার উপায় কি?

তাদের জন্য দোয়া এবং আল্লাহর কাছে ক্ষমা চাইলেই কি হয়ে যাবে?


৪) গোপন পাপ ঢেকে রাখতে মিথ্যা কথা বলা যাবে? যেমন কেউ জিজ্ঞেস করল, তুমি এই কাজ কর নাকি ?

আমি বললাম,না, আল্লাহ আমাকে এ কাজ থেকে বাঁচায় রাখছে।


৫)আমার পরিচিত একজন খুবই কঠিনভাবে হস্তমৈথুন ও পর্ণগ্রাফিতে আসক্ত। মুক্তির উপায় কি? এ থেকে মুক্তির জন্য কোন বিশেষ আমল আছে?


৬) সর্বশেষ আপনার কাছ থেকে কিছু নসিয়ত আশা করছি।সেই ছেলেটি খুবই চিন্তিত!সে ভাবছে যে,এই পাপ বুঝি কখনো ক্ষমা হবে না।খুবই চিন্তিত!আর সামান্য পাপেই সে অতিরিক্ত চিন্তিত হয়ে পড়ে।এতই চিন্তিত যে সে যেন রবের কাছে ক্ষমাও চাইতে পারে না।সে তার অতীত জীবনে করা পাপগুলো কোনভাবেই ভুলতে পারছে না।


তার জন্য কিছু নসিয়ত করুন ইনশাআল্লাহ।আমি ক্ষমাপ্রার্থী! এতগুলো প্রশ্ন একসাথে করা হয়ত উচিত হয়নি। কিন্তু প্রত্যেকটি মাসআলা জানা গুরুত্বপূর্ণ।ক্ষমা করবেন।


جزاك الله خيرا.

1 Answer

0 votes
by (559,140 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-


(০১)
হাদীস শরীফে এসেছেঃ 

حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ حَدَّثَنَا سَعِيدٌ الْمَقْبُرِيُّ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مَنْ كَانَتْ لَهُ مَظْلَمَةٌ لأَخِيهِ مِنْ عِرْضِهِ أَوْ شَيْءٍ فَلْيَتَحَلَّلْهُ مِنْهُ الْيَوْمَ قَبْلَ أَنْ لاَ يَكُونَ دِينَارٌ وَلاَ دِرْهَمٌ إِنْ كَانَ لَهُ عَمَلٌ صَالِحٌ أُخِذَ مِنْهُ بِقَدْرِ مَظْلَمَتِهِ وَإِنْ لَمْ تَكُنْ لَهُ حَسَنَاتٌ أُخِذَ مِنْ سَيِّئَاتِ صَاحِبِهِ فَحُمِلَ عَلَيْهِ

আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের সম্ভ্রমহানি বা অন্য কোন বিষয়ে যুলুমের জন্য দায়ী থাকে, সে যেন আজই তার কাছ হতে মাফ করিয়ে নেয়, সে দিন আসার পূর্বে যে দিন তার কোন দ্বীনার বা দিরহাম থাকবে না। সে দিন তার কোন সৎকর্ম না থাকলে তার যুলুমের পরিমাণ তা তার নিকট হতে নেয়া হবে আর তার কোন সৎকর্ম না থাকলে তার প্রতিপক্ষের পাপ হতে নিয়ে তা তার উপর চাপিয়ে দেয়া হবে।
(বুখারী শরীফ ২৪৪৯.৬৫৩৪) (আধুনিক প্রকাশনীঃ ২২৭০, ইসলামিক ফাউন্ডেশনঃ ২২৮৭)

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
প্রশ্নের বিবরন মতে সেখানে প্রত্যেক সাবস্ক্রাইব এর রেট ছিল ২/৩ টাকা করে।আর সেই ছেলেটি সাবস্ক্রাইব নেওয়ার পর তাদের ব্লক করে দেয়।

সুতরাং এক্ষেত্রে সেই ছেলেটি তাদের নামে ৬০০ টাকার মতো সদকাহ করবে।

(০২)
কাজটি যেহেতু অসমাপ্ত ছিলো,তাই পুরো টাকা নয়,বরং কিছু টাকা তার নামে সদকাহ করে দিতে হবে।

(০৩)
তাদের নিকট মেসেজের মাধ্যমে ক্ষমা চাইবে।
তাদের সাথে যোগাযোগের কোনো উপায় না থাকলে সেক্ষেত্রে তাদের মাগফিরাতের দোয়া করবে।

(০৪)
এক্ষেত্রে মিথ্যা বলার গুনাহ হবে,তবে তার গোপন পাপ প্রকাশ করাও হায়েজ হবেনা।

তাই সে এভাবে তাওরিয়াহ হিসেবে বলবে,আরে তোমার কি বিশ্বাস হয়,যে আমি এহেন কাজ করতে পারি?
অথবা বলতে হবে যে আল্লাহ তায়ালা আমাকে গুনা থেকে মুক্ত রেখেছেন (এক্ষেত্রে যেই গুনাহ সে করেনা, মনে মনে সেটির নিয়ত করবে।)

(০৫)
হস্তমৈথুন থেকে বাঁচার আমল জানুনঃ

(০৬)
উপরে প্রদত্ত কাজ গুলি করতে হবে,এবং ভবিষ্যতে কাহারো সাথে ধোকা মূলক কাজ করা যাবেনা।

আল্লাহর কাছে তওবা করে পূর্ণ দ্বীনের পথে চলার পরামর্শ থাকবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...