জবাবঃ-
(০১)
হাদীস শরীফে এসেছেঃ
حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ حَدَّثَنَا سَعِيدٌ الْمَقْبُرِيُّ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مَنْ كَانَتْ لَهُ مَظْلَمَةٌ لأَخِيهِ مِنْ عِرْضِهِ أَوْ شَيْءٍ فَلْيَتَحَلَّلْهُ مِنْهُ الْيَوْمَ قَبْلَ أَنْ لاَ يَكُونَ دِينَارٌ وَلاَ دِرْهَمٌ إِنْ كَانَ لَهُ عَمَلٌ صَالِحٌ أُخِذَ مِنْهُ بِقَدْرِ مَظْلَمَتِهِ وَإِنْ لَمْ تَكُنْ لَهُ حَسَنَاتٌ أُخِذَ مِنْ سَيِّئَاتِ صَاحِبِهِ فَحُمِلَ عَلَيْهِ
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের সম্ভ্রমহানি বা অন্য কোন বিষয়ে যুলুমের জন্য দায়ী থাকে, সে যেন আজই তার কাছ হতে মাফ করিয়ে নেয়, সে দিন আসার পূর্বে যে দিন তার কোন দ্বীনার বা দিরহাম থাকবে না। সে দিন তার কোন সৎকর্ম না থাকলে তার যুলুমের পরিমাণ তা তার নিকট হতে নেয়া হবে আর তার কোন সৎকর্ম না থাকলে তার প্রতিপক্ষের পাপ হতে নিয়ে তা তার উপর চাপিয়ে দেয়া হবে।
(বুখারী শরীফ ২৪৪৯.৬৫৩৪) (আধুনিক প্রকাশনীঃ ২২৭০, ইসলামিক ফাউন্ডেশনঃ ২২৮৭)
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
প্রশ্নের বিবরন মতে সেখানে প্রত্যেক সাবস্ক্রাইব এর রেট ছিল ২/৩ টাকা করে।আর সেই ছেলেটি সাবস্ক্রাইব নেওয়ার পর তাদের ব্লক করে দেয়।
সুতরাং এক্ষেত্রে সেই ছেলেটি তাদের নামে ৬০০ টাকার মতো সদকাহ করবে।
(০২)
কাজটি যেহেতু অসমাপ্ত ছিলো,তাই পুরো টাকা নয়,বরং কিছু টাকা তার নামে সদকাহ করে দিতে হবে।
(০৩)
তাদের নিকট মেসেজের মাধ্যমে ক্ষমা চাইবে।
তাদের সাথে যোগাযোগের কোনো উপায় না থাকলে সেক্ষেত্রে তাদের মাগফিরাতের দোয়া করবে।
(০৪)
এক্ষেত্রে মিথ্যা বলার গুনাহ হবে,তবে তার গোপন পাপ প্রকাশ করাও হায়েজ হবেনা।
তাই সে এভাবে তাওরিয়াহ হিসেবে বলবে,আরে তোমার কি বিশ্বাস হয়,যে আমি এহেন কাজ করতে পারি?
অথবা বলতে হবে যে আল্লাহ তায়ালা আমাকে গুনা থেকে মুক্ত রেখেছেন (এক্ষেত্রে যেই গুনাহ সে করেনা, মনে মনে সেটির নিয়ত করবে।)
(০৫)
হস্তমৈথুন থেকে বাঁচার আমল জানুনঃ
(০৬)
উপরে প্রদত্ত কাজ গুলি করতে হবে,এবং ভবিষ্যতে কাহারো সাথে ধোকা মূলক কাজ করা যাবেনা।
আল্লাহর কাছে তওবা করে পূর্ণ দ্বীনের পথে চলার পরামর্শ থাকবে।