আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
136 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (25 points)
প্রশ্ন১: কোনো ব্যাক্তি তার স্ত্রীকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে তাকে সবচেয়ে (বা সবার চেয়ে) সুন্দর বললে কি জিহার সংগঠিত হয়? সবচেয়ে বলার দ্বারা কি মাহরামসহ সকল নারীকে বুঝানো হয়ে যায়?

প্রশ্ন২: জিহারের সাথে সংশ্লিষ্ট অংগ (যেমন, বুক, পিঠ, পশ্চাৎদেশ) এর কোনোটিকে উদ্দেশ্য করে কোনো স্ত্রী যদি তার স্বামীকে বলে তার নিজের সেই অংগ অন্য সবার মত এবং স্বামী যদি প্রত্যুত্তরে "হ্যাঁ" বলে তাহলে কি জিহার সংগঠিত হবে?

প্রশ্ন৩: ২নং প্রশ্নে বর্ণিত ক্ষেত্রে স্বামী প্রত্যুত্তরে "হ্যাঁ" উচ্চারণ না করে শব্দ করে হাসলে কি জিহার সংগঠিত হবে?

1 Answer

0 votes
by (721,400 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
الظِّهَارُ هُوَ تَشْبِيهُ الزَّوْجَةِ أَوْ جُزْءٍ مِنْهَا شَائِعٍ أَوْ مُعَبَّرٍ بِهِ عَنْ الْكُلِّ بِمَا لَا يَحِلُّ النَّظَرُ إلَيْهِ مِنْ الْمُحَرَّمَةِ عَلَى التَّأْبِيدِ وَلَوْ بِرَضَاعٍ أَوْ صِهْرِيَّةٍ كَذَا فِي فَتْحِ الْقَدِيرِ سَوَاءٌ كَانَتْ الزَّوْجَةُ حُرَّةً أَوْ أَمَةً أَوْ مُكَاتَبَةً أَوْ مُدَبَّرَةً أَوْ أُمَّ وَلَدٍ أَوْ كِتَابِيَّةً
স্ত্রীকে মাহরামে আবদি যেমন মা,বোন ইত্যাদি ব্যক্তিবর্গের উল্লেখযোগ্য কোনো অঙ্গের দিকে বা এমন কোনো অঙ্গের সাথে তুলনা করা যেই অঙ্গের দিকে তাকানো হারাম।মাহরামে আবদি দুধ সম্পর্কের কারণে হোক বা বৈবাহিক সম্পর্কের কারণে হোক। এবং স্ত্রী চায় আযাদ হোক বা বাদি হোক কিংবা মুকাতাব বা উম্মে ওলাদ হোক।জিহার হবে।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/৫০৬)

মোটকথাঃ- 
জিহার হবার জন্য স্ত্রীকে বা তার এমন কোন অঙ্গ যা তার পূর্ণ সত্তাকে বুঝায় সেটিকে মাহরাম আত্মীয় কারো সাথে বা এমন কোন অঙ্গের সাথে উপমা দেয়া জরুরী, যে অঙ্গ দেখা হারাম।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/60982


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)
কোনো ব্যাক্তি তার স্ত্রীকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে তাকে সবচেয়ে (বা সবার চেয়ে) সুন্দর বললে জিহার সংগঠিত হবে না। 

(২)
জিহারের সাথে সংশ্লিষ্ট অঙ্গ (যেমন, বুক, পিঠ, পশ্চাৎদেশ) এর কোনোটিকে উদ্দেশ্য করে কোনো স্ত্রী যদি তার স্বামীকে বলে তার নিজের সেই অঙ্গ অন্য সবার মত এবং স্বামী যদি প্রত্যুত্তরে "হ্যাঁ" বলে, তাহলে  জিহার সংগঠিত হবে না।

(৩) 
২নং প্রশ্নে বর্ণিত ক্ষেত্রে স্বামী প্রত্যুত্তরে "হ্যাঁ" উচ্চারণ না করে শব্দ করে হাসলে তো জিহার সংগঠিত হওয়ার কোনো প্রশ্নই আসবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (721,400 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...