আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+1 vote
501 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (50 points)
closed by

7688 নং ফাতওয়াতে বলা হয়েছে // বিয়েকে তাজদীদ তথা আবার নতুন করে বিয়ে করে নিতে হবে।// 

তবে সাক্ষী কাফির হওয়া আর পুণরায় বিয়ে পড়ানোর মধ্যবর্তী সময়ে স্ত্রীর সাথে যদি মেলামেশা করে তবে সেটা কি যিনা হিসেবে সাব্যস্ত হবে? 

closed

1 Answer

0 votes
by (675,600 points)
selected by
 
Best answer
জবাব
بسم الله الرحمن الرحيم 


বিয়ে বিশুদ্ধ হবার জন্য শর্ত হল, দুইজন মুসলমান প্রাপ্ত বয়স্ক পুরুষ বা একজন পুরুষ ও দুইজন নারী সাক্ষী হতে হবে।
,
لمافی القرآن الکریم (النساء: ۱۴۱/۱):وَلَن يَّجْعَلَ اللهُ لِلْكٰفِرِيْنَ عَلَى الْمُؤْمِنِيْنَ سَبِيْلًا۔
এবং আল্লাহ কখনই মুমিনদের বিরুদ্ধে কাফেরদের জন্য কোন পথ রাখবেন না।

وفی الھندیۃ (۲۹۲/۱):وروى الحسن عن أبي حنيفة رحمه الله تعالى أن النكاح لا ينعقد وبه أخذ كثير من مشايخنا رحمهم الله تعالى كذا في المحيط والمختار في زماننا للفتوى رواية الحسن وقال الشيخ الإمام شمس الأئمة السرخسي رواية الحسن أقرب إلى الاحتياط كذا في فتاوى قاضي خان في فصل شرائط النكاح۔
সারমর্মঃ কাফেরের সাক্ষী হিসেবে যেই বিবাহ হয়,সেটি নাজায়েজ। 
এমন বিবাহ ছহীহ হয়না।    

وفی الشامیۃ (۳۵۴/۵): وحاصله أن شروط الشهادة من الإسلام والعقل والبلوغ والحرية وعدم العمى والحد في قذف شروط لصحة توليته ولصحة حكمه بعدها ومقتضاه أن تقليد الكافر لا يصح وإن أسلم۔
সাক্ষীর ক্ষেত্রে ইসলাম,জ্ঞানসম্পন্ন হওয়া,প্রাপ্ত বয়স্ক হওয়া,আযাদ হওয়া ইত্যাদী শর্ত।    
۔
,
প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই বোন,
  
সুতরাং মুসলমানদের বিবাহে কাফিরের সাক্ষী গ্রহণযোগ্য নয়।

প্রশ্নের বিবরণ মতে যেহেতু বিবাহের সময়র সাক্ষীদয় মুসলমান ছিলো,তাই বিয়ে সংগঠিত হয়ে গেছে।বিয়ে একবার সংগঠিত হয়ে গেলে, সেটা ফাসিদ হয় না।
এমনও তো হতে পারে,যে সাক্ষীদ্বয় মারা গেলো।
এতে বিবাহের উপর কোনো আছর বা অতি প্রতিক্রিয়া পড়বেনা। 
,
তাই প্রশ্নে উল্লেখিত ছুরতে তাদের এই মুহুর্তে তাদের স্বামী স্ত্রীর মেলামেশা যেনা নয়।
এতে কোনো গুনাহ হবেনা।
,
তবে উল্লেখিত ফতোয়াতে উল্লেখ আছে যে নতুন করে বিবাহ পড়িয়ে নেওয়ার কথা,এটি সতর্কতা মূলক। 
,
অর্থাৎ সতর্কতা মূলক নতুন করে বিবাহ পড়িয়ে নেওয়া উত্তম। 
তবে তাদের ঘর সংসার নাজায়েজ বা হারাম নয়।
এটি জায়েজ।      


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...