আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
68 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (35 points)
হুজুর আল্লাহর ওপর পরিপূর্ণ ভাবে তাওয়াককুল না করলে কি গুনাহগার হতে হবে।যেমন দুনিয়ার কোনো ভালো কিছুর ব্যাপারে আশা করা একদম ছেড়ে দেওয়া।যেমন দুনিয়ায় সম্পদশালী হওয়ার আশা করা,  ভালো চাকরির আশা করা,  সম্পদশালী স্ত্রীর আশা করা,বিয়ের আশা করা ইত্যাদি। এগুলোর ব্যাপারে আশা করা একদম ছেড়ে দিয়ে নামমাত্র আসবাব নেওয়া।মানে আসবাবও তেমন না নেওয়া আর আশাও না করা।আবার কিছু আশা, কিছু চাওয়ার শেষ নাই কুল কিনারা নাই।

অথবা প্রস্তুতি ভালো রেখে আশা না রাখা। কখনো কখনো কোনো কিছুর আশা করে ফল আশানুরূপ না হলে হতাশ হতে হয়।এজন্য কেউ যদি আশাই না করে।
মানে পেয়ে গেলে আলহামদুলিল্লাহ ভালো। না পেলেও আশা নাই হতাশাও নাই।
এসকল ক্ষেত্রে কি গোনাহগার হবে?

1 Answer

0 votes
by (716,120 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
উম্মে সালামা (রাঃ) থেকে বর্ণিত। 
عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ كُنْتُ أَلْبَسُ أَوْضَاحًا مِنْ ذَهَبٍ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَكَنْزٌ هُوَ فَقَالَ " مَا بَلَغَ أَنْ تُؤَدَّى زَكَاتُهُ فَزُكِّيَ فَلَيْسَ بِكَنْزٍ "
তিনি বলেন, আমি স্বর্ণালংকার ব্যবহার করতাম। একদা আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমার এই অলংকার “কান্য” হিসেবে গণ্য হবে কী? তিনি বলেনঃ যে মালের পরিমাণ এতটা হবে যার উপর যাকাত ধার্য হয়, তার যাকাত দিতে হবে, তা (ভূগর্ভে) গচ্ছিত ধন নয়।(আবু দাউদ-১৫৬৪)

الفتاوى الهندية (5 / 349): أن النبي - صلى الله عليه وآله وسلم - ادخر قوت عياله سنة كذا في خزانة المفتين.


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যাকাত আদায় করে নিতে পারলে মাল ও ধনসম্পদ সংগ্রহ করার রুখসত বা সুযোগ থাকলেও মাল সম্পদ না জমা করাই অধিক নিরাপদ ও কাম্য। 

দুনিয়ায় সম্পদশালী হওয়ার আশা করা,  ভালো চাকরির আশা করা,  সম্পদশালী স্ত্রীর আশা করা,বিয়ের আশা করা নাজায়েয নয়।তবে এগুলোর ব্যাপারে আশা করতে যেয়ে দ্বীনকে ভুলা যাবে না। দ্বীনের ফরয বিধানকে বিসর্জন দিয়ে এগুলোর আশা করা কখনো জায়েয হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (716,120 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...