"Assalamualaikum rahmatullahi wa Barkathu "
প্রিয় শায়েখ আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন সুস্থ আছেন। শায়েখ আমি একটা বিষয় জানতে চাইছি , আশা করছি আমার বিষয় টা বুঝতে পারবেন ।
পশ্চিম বাংলা তে অনেক গুলো জেলা রয়েছে সেখান কার বিভিন্ন রকমের আঞ্চলিক ভাষা বিভিন্ন শব্দ ব্যাবহৃত হয়। ,
আপনাদের একটি ফাতাওয়া তে কেনিয়া শব্দ আছে "তুমি দন্ডায়মান হও (দাড়িয়ে যাও)"
১. স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হচ্ছে, স্বামী কোনো ভাবে ঝামেলা টা কে বন্ধ করতে চাইছে , বা স্ত্রী কে কোনো কথা বলছে কিন্তু স্ত্রী কোনো কথাই শুনছে না, তখন স্বামী বিনিয় এর সঙ্গে যদি বলে, " তুমি আমার কথা শোন plz, একটু থাম, চুপ করো, plz একটু দাড়াও, আর ঝামেলা করো না। এই কথা গুলো বলার উদ্দেশ্য হলো, স্ত্রী যেনো একটু চুপ করে স্বামীর কথা শুনে , সে যেনো ঝামেলা না করে। এর জন্য কি তালাক হবে??
২. স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটা কাটি হচ্ছে, স্ত্রী বক বক করেই যাচ্ছে, স্ত্রী কোনো কথা শুনছে না, স্বামী চাইছে স্ত্রী যেনো তার বক্তব্য টা শুনে, কিন্তু স্ত্রী বক কক করছে স্বামী হয়ত বললো দাড়াও , একটু দাড়াও, একটু থামো আমার কথা গুলো শুনে তার পর তুমি কিছু বলো। এক্ষেত্রে তো স্বামী চাইছে ঝামেলা যেনো না হয়। এর জন্য কি তালাক হবে??
৩. এমনি কোনো ঝামেলা র সময় সেইভাবে রেগে দাড়াও কথা বলা হয়েছে কিনা মনে পড়েনা। বললেও মনে নেই। এ ক্ষেত্রে কি তালাক হবে??
আরো একটি কথা বলে রাখি আমাদের এইখানে চলতি ভাষা " দাড়াও ", এটা একটা অতি সাধারণ চলতি ভাষা। যেকোনো দরকার হলে দাড়াও কথা টা ব্যাবহৃত হয়।
৪. আমাদের এই খানে স্বামী তে রাগ করে স্ত্রী কে বলে "ভাত দিবো না" আমি একটা আমাদের মুফতী কে জিজ্ঞেস করেছি সে বললো কেনিয়া বাক্য , তালাকের নিয়ত হলে তালাক হবে। আমি তাকে বললাম কেনিয়া বাক্য হলেও তো এটা ভবিষ্যত্ সূচক বাক্য " ভাত দিবো না" । সে ও বললো ভবিষ্যত্ সূচক বাক্য।
শায়েখ এটা কি কেনিয়া বাক্য?? আর এটা তো অবশ্যই ভবিষ্যত্ সূচক বাক্য তাই তো শায়েখ।?
৫. আমাদের পশ্চিমবঙ্গে অনেক মুফতি বলে, ডিভোর্স একটি কেনিয়া শব্দ। আমি তাকে কিছু হাদিস তুলে ধরেছি। সে বলছে কেনিয়া বাক্য? এটা শরীও বাক্য না।
এটা কি কেনিয়া বাক্য??
৬. ওয়াসওয়াসা ব্যাক্তির তালাক হয়না। যদি সে ইচ্ছা কৃত ভাবেও তালাক দিতে চাই তাও তালাক হয়না।
কিন্তু এই খানের মুফতি বলে, সে যে কেউ হৌক মুখে বললেই হবে। তাই বলছে। এক্ষেত্রে কোনটা মানব??