আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
115 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (5 points)
আসসালামুআলাইকুম,
আমার প্রশ্ন হলো, আমি আমার স্বামী কে যাকাত কেনো দিতে পারবোনা এর ব্যাখ্যা আর সহীহ দলিল জানতে চাই। যেখানে যাইনাব (রা:) তার স্বামি আবদুল্লাহ ইবনে মাসুদ(র:) কে দান সাদকা করতে চাইলে রাসুল (স:) তাতে সম্মতি দেন এবং দিগুন সোয়াবের অধিকারী হবেন বলে জানান। যাকাত ও দান সাদকা।তবে বাধ্যতামূলক দান সাদকা। আমার স্বামি যাকাত গ্রহণ কারির সব শর্ত পূরণ করেন।

তার কোনো জমানো সম্পদ নেই এবং অতি কষ্টে আমাদের দিন গুজরান হয়। আমি ইদানীং ঘরে বসে অনলাইনে কিছু টাকা আয় করি যা দিয়ে আমি আমার বিয়েতে উপহার পাওয়া সোনার যাকাত আদায় করতে চাই।

যাকাত আদায় এর ক্ষেত্রে নিকট আত্নীয় কে দেয়া উত্তম।সেক্ষেত্রে আমার স্বামি আমার সবচেয়ে নিকট আত্নীয়। যায়নাব (রা) এর গয়না বা সম্পদ ইবনে মাসউদ (রা:) তার ঘর খরচ করবেন বা যায়নাব (রা:) এর ভরণ পোষণে খরচ করবেন  এই প্রসংগে রাসূল (সা:) ২য় কোন প্রশ্ন যায়নাব (রা:) কে করেন নি। তিনি জানতে চান নি এই দান সাদকা বা গহনা টি কি যাকাতের পরিমান থেকে দেয়া হচ্ছে নাকি ইচ্ছাকৃত দান? যদি স্বামী কে দান সাদাকা করা যায় তবে যাকাত দিতে নিষেধ কেনো? আমি আমার স্বামী কে দান করে দিলাম মানে এই টাকা বা সম্পদ তার হয়ে গেলো, এখন সে ওই সম্পদ আমার ভরণ পোষণ এ ব্যয় করলে এটা তার ই সম্পদ থেকে হয়। দান করা মানে দিয়ে দেয়া।  সেটা আর আমার থাকেনা।

কোন হাদিস বা ঘটনা প্রেক্ষিতে তা নিষেধ আমাকে জানাকে খুব ই উপকার হতো।

1 Answer

0 votes
by (712,400 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
স্বামী স্ত্রী পরস্পর পরস্পরকে এজন্য যাকাত দিতে পারবে না, কেননা এতেকরে ঘুরেফিরে ঐ যাকাতের টাকা মূল মালিকের নিকট ফিরে আসবে। স্বামীকে যাকাত দিলে ঐ টাকা দ্বারা স্বামী তার স্ত্রীর জন্য খরচ করে নিবে। সেজন্য স্বামী স্ত্রী এবং পিতামাতা ও সন্তান পরস্পর পরস্পরকে যাকাত দিতে পারবে না।

عن أبى بكر قال: سمعت وكيعا يذكر عن سفيان أنه قال: لا يعطيها من يجبر على نفقته (المصنف لابن أبى شيبة-6\546، رقم-10644)
قوله: وزوجته وزوجها أى لا يجوز الدفع لزوجته ولا دفع المرأة لزوجها لما قدمنا من عدم قطع المنفعة عنه من كل وجه (البحر الرائق، كتاب الزكاة، باب المصرف، كرتاشى-2\244)
ولا يدفع المزكى زكاة ماله…….. وكذا لا تدفع المرأة إلى زوجها عند أبى حنيفة (هداية-1\206)
وكذا لزوجته وزوجها (رد المحتار، زكريا-3\173)
ولا يعطى زوجته بلا خلاف بين أصحابنا وكذا لا تعطى المرأة زوجها عند أبى حنيفة رحمه الله تعالى عليه (الفتاوى التاتارخانية-3\207، رقم-4138)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (712,400 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...