স্বপ্নদোষের বীর্য বেডশিটে লাগায় আমি হাত পানিতে ভিজিয়ে বেডশিটের ওই স্থান মুছে নিয়েছি। পানি শুকানোর পর বীর্যের কোনো দাগ দেখা যাচ্ছে না।
১. বেটশিটটা এখনো অপবিত্র আছে কিনা? এবং ওই বেডশিট থাকা অবস্থায় বিছানায় বসলে, ঘুমালে নিজে অপবিত্র হব কিনা? এবং যেই কাপড় পরিধান করে ওই বিছানায় বসব, ঘুমাব ওই কাপড় অপবিত্র হবে কিনা এবং ওই কাপড় পড়ে নামাজ পরা যাবে কিনা?
২. উক্ত ঘটনার ১ দিন পর, আমি ভুলবশত ওই বেডশিটে পা দিয়ে ফেলি তখন আমার পা ভেজা ছিল। পা কোন জায়গায় দিয়েছি ঠিক মনে পরছে না, তবে বীর্য যেই জায়গায় লেগেছে ওই খানে পা লেগেছে বলে আমার মনে হয় না। এরপরপরই আমি ওয়াশরুমের দিকে যাই পা ধোয়ার জন্য কিন্তু যাওয়ার সময় একটা পা মুছার কাপড়ে আমার পা পড়ে যাই। তো আমি ওয়াশরুমে গিয়ে সাবার দিয়ে পা ধুয়ে নিলাম। কিন্তু বের হয়ে আমি আবার ওই পামুছার কাপড়ে পা মুছে ফেলি (এরপরে আমি ওই পাপোশটা উল্টিয়ে রাখি, অবশ্য পাপোশটা ভালোই মোটা ছিল), এরপর আমি ওয়াশরুমে গিয়ে আবার ২/৩ বার করে পানি দিয়ে পা ধুই, অতোটা ভালো করে বা সাবান দিয়ে ধুই নি, এমনেই ২/৩ বার পানি প্রবাহিত করার মত। এখন আমার পা এবং শরীর পবিত্র আছে কিনা?
৩. এরপরে আমি ওযু করে নামাজ পরি, এখন আমার মনে হচ্ছে আমি যেই জাইনামাজে নামাজ পরি ওইটাও অপবিত্র হয়ে গেছে।, যেহেতু ভেজা পা জাইনামাজে লাগে।
৪. ২ নং এ যেই পাপোশের কথা বললাম ওইটা ওইরকম উলটানো অবস্থায় থাকলে ব্যাবহার করতে পারব কিনা?