আসসালামু আলাইকুম
আমার মৃত নানুভাইয়ের জন্য ইসালে সওয়াবের নিয়্যাত করে এতিমখানায় যদি ইফতারের আয়োজন করি কোনো দিন তারিখ নির্দিষ্ট না করে সেটা কি জায়েয হবে?
এক্ষেত্রে এতিমখানায় বাচ্চারা বাদেও শিক্ষকেরা থাকেন। উনাদেরকেও ইফতার করানো হয়। এক বেলা কাওকে ইফতার করানো অনেক সওয়াবের কাজ। এই সওয়াব কি ইসালে সওয়াব হিসেবে নানুভাইয়ের কাছে পৌছানোর আশা রাখা যায়?
আমি কুরআন পড়ি। এবং ইসালে সওয়াবের নিয়্যাত রাখি যে এর সওয়াব নানুভাই এবং আমার দিদার জন্য কাছে যেন পৌছে যায়।
এমন টা কি জায়েয হবে?